শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৬ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে : এরশাদ

শিহাবুল ইসলাম : সশস্ত্র সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এ বার্তায় তিনি এসব কথা বলেন। একই সঙ্গে জাপা প্রেসিডিয়াম সদস্য মো. আজম খানের গাড়িবহরে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এইচ. এম এরশাদ।

তিনি বলেন, আজম খানের গাড়ি বহরে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। তারা যে দল বা গোষ্ঠীরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেন, সন্ত্রাসীরা দিবালোকে সশস্ত্র হামলার করার পরও হামলাকারীরা এখনো গ্রেফতার হয় নাই এবং ধরা ছোঁয়ার বাহিরে। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে দোষীদের গ্রেফতার করে অবশ্যই আইনের আওতায় বিচারের সম্মূখীন করলে, সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠিত হবে। সাধারণ মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর কালিগঞ্জের বখতারপুর ইউনিয়নের পাচদোনা-টঙ্গী মহাসড়কের শহীদ ময়েজ উদ্দিন সেতুর পশ্চিমপাড়ে আজম খানের উপর হামলা চালানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়