শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় হত্যা মামলার আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহফুজ নান্টু, কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হত্যা মামলার পলাতক আসামী মোঃ শামীম মিয়া (৩৫) নামের এক ব্যাক্তি গাঁজাসহ গ্রেফতার হয়েছে। এসময় তার সাথে থাকা মোঃ মতিউর রহমান (৩৭) নামের আরেক যুবককে পুলিশ গ্রেফতার করে। সোমবার দুপরে উপজেলার দক্ষিণ শশীদল সেনের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে পৃথক ভাবে ১০ কেজি গাজা উদ্ধার করে।

বিষয়টি জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াস। তিনি জানান, গ্রেফতারকৃত মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়ীয় জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। অপর গ্রেফতারকৃত মোঃ মতিউর রহমান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের মৃত সিরাজ মিয়া (শিরু মিয়া)’র ছেলে। এর মধ্যে মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার একটি হত্যা মামলা এবং নারায়নগঞ্জ থানার একটি মাদক মামলার পলাতক আসামী।

তিনি আরো জানান, গত ২৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানার এস আই মোঃ মামোনুর রশিদ, এএস আই পরীক্ষিৎ ও এএস আই মাইনুল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শশীদল সেনের বাজার এলাকা থেকে শামীম মিয়া ও মতিউর রহমানকে গ্রেফতার করে।

এসময় পুলিশ তল্লাশী চালিয়ে তাদের কাছ থাকা ২টি প্লাষ্টিকের বাজারী ব্যাগ ভর্তি ১০ কেজি গাজা উদ্ধার করে। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই ব্যাপারে এস আই মামোনুর রশিদ বাদী হয়ে মাদক মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়