শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় হত্যা মামলার আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহফুজ নান্টু, কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হত্যা মামলার পলাতক আসামী মোঃ শামীম মিয়া (৩৫) নামের এক ব্যাক্তি গাঁজাসহ গ্রেফতার হয়েছে। এসময় তার সাথে থাকা মোঃ মতিউর রহমান (৩৭) নামের আরেক যুবককে পুলিশ গ্রেফতার করে। সোমবার দুপরে উপজেলার দক্ষিণ শশীদল সেনের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে পৃথক ভাবে ১০ কেজি গাজা উদ্ধার করে।

বিষয়টি জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াস। তিনি জানান, গ্রেফতারকৃত মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়ীয় জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। অপর গ্রেফতারকৃত মোঃ মতিউর রহমান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের মৃত সিরাজ মিয়া (শিরু মিয়া)’র ছেলে। এর মধ্যে মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার একটি হত্যা মামলা এবং নারায়নগঞ্জ থানার একটি মাদক মামলার পলাতক আসামী।

তিনি আরো জানান, গত ২৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানার এস আই মোঃ মামোনুর রশিদ, এএস আই পরীক্ষিৎ ও এএস আই মাইনুল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শশীদল সেনের বাজার এলাকা থেকে শামীম মিয়া ও মতিউর রহমানকে গ্রেফতার করে।

এসময় পুলিশ তল্লাশী চালিয়ে তাদের কাছ থাকা ২টি প্লাষ্টিকের বাজারী ব্যাগ ভর্তি ১০ কেজি গাজা উদ্ধার করে। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই ব্যাপারে এস আই মামোনুর রশিদ বাদী হয়ে মাদক মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়