শিরোনাম
◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি ◈ “আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, ২ লাখ টাকায় মামুন হত্যার চুক্তি” ◈ সাবেক এমপি-মন্ত্রীদের দামি ৩১ গাড়ি নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় হত্যা মামলার আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহফুজ নান্টু, কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হত্যা মামলার পলাতক আসামী মোঃ শামীম মিয়া (৩৫) নামের এক ব্যাক্তি গাঁজাসহ গ্রেফতার হয়েছে। এসময় তার সাথে থাকা মোঃ মতিউর রহমান (৩৭) নামের আরেক যুবককে পুলিশ গ্রেফতার করে। সোমবার দুপরে উপজেলার দক্ষিণ শশীদল সেনের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে পৃথক ভাবে ১০ কেজি গাজা উদ্ধার করে।

বিষয়টি জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াস। তিনি জানান, গ্রেফতারকৃত মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়ীয় জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। অপর গ্রেফতারকৃত মোঃ মতিউর রহমান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের মৃত সিরাজ মিয়া (শিরু মিয়া)’র ছেলে। এর মধ্যে মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার একটি হত্যা মামলা এবং নারায়নগঞ্জ থানার একটি মাদক মামলার পলাতক আসামী।

তিনি আরো জানান, গত ২৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানার এস আই মোঃ মামোনুর রশিদ, এএস আই পরীক্ষিৎ ও এএস আই মাইনুল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শশীদল সেনের বাজার এলাকা থেকে শামীম মিয়া ও মতিউর রহমানকে গ্রেফতার করে।

এসময় পুলিশ তল্লাশী চালিয়ে তাদের কাছ থাকা ২টি প্লাষ্টিকের বাজারী ব্যাগ ভর্তি ১০ কেজি গাজা উদ্ধার করে। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই ব্যাপারে এস আই মামোনুর রশিদ বাদী হয়ে মাদক মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়