শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৯ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ দূষণে ব্যাপক ক্ষতির শিকার বাংলাদেশ : বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ দূষণের কারণে বৈশ্বিকভাবে যতগুলো দেশ ব্যাপক ক্ষতির শিকার, তার মধ্য বাংলাদেশ অন্যতম। এই দূষণের কারণে বছরে আর্থিক ক্ষতি হয় প্রায় ৫৪ হাজার কোটি টাকা। বিশ্বব্যাংকের করা বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করে।

যেখানে বলা হয়, পরিবেশ দূষণের কারণে বাংলাদেশের প্রতিবছর ক্ষতি হচ্ছে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৪ হাজার কোটি টাকা। দেশের মোট জিডিপি প্রবৃদ্ধির যা ৩ দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বে যেসব মানুষ মারা যায় তার ১৬ শতাংশ পরিবেশ দূষণের কারণে। যেখানে বাংলাদেশে এ হার ২৮ শতাংশ।

সংস্থাটি জানায়, ২০১৫ সালে বাংলাদেশের শহর অঞ্চলে ৮০ হাজার মানুষ পরিবেশ দূষণের কারণে মারা যান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বন ও পরিবেশ মন্ত্রী মো. আনিসুল ইসলাম মাহমুদ, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পার্লকার প্রমুখ। সূত্র : আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়