শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউজিসি চেয়ারম্যানের সাথে জর্জিয়া ইউনিভার্সিটির প্রফেসরের সাক্ষাৎ

জীবন সাহা : ইউনিভার্সিটি অব জর্জিয়ার প্রফেসর অমরিত বার্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সাথে মঙ্গলবার ইউজিসিতে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মোঃ এ এম শাহাবুদ্দিন, সহযোগী অধ্যাপক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’র আফসানা পারভীন অমরিত বার্টকে সহযোগিতা করেন।

সাক্ষাৎকালে বার্ট বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের বৃত্তি, প্রশিক্ষণ এবং ইনটার্নশিপ সুবিধাদি প্রদানের প্রস্তাব দেন এবং এক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং ইউনিভার্সিটি অব জর্জিয়ার মধ্যে শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানান। তিনি আরও বলেন, ইউনিভার্সিটি অব জর্জিয়া শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বাংলাদেশের বিশ্ব বিদ্যালয়সমূহের সাথে গবেষণা সহযোগিতা প্রতিষ্ঠা করতে চায়।

ইউজিসি চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, কৃষি খাতে আমাদের প্রচুর সমস্যা রয়েছে এবং এর সমাধান করা প্রয়োজন। শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকবৃন্দ এধরনের এক্সেঞ্জ প্রোগ্রাম থেকে খুবই উপকৃত হবেন। এছাড়া, বাংলাদেশের কৃষি শিক্ষার মানোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন; ড. মোঃ খালেদ, সচিব, ড. শামসুল আরেফিন, অতিরিক্ত পরিচালক, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ, ড. মোঃ ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড কোলাবরেশন, মোঃ মাকসুদুর রহমান ভূইয়া, অতিরিক্ত পরিচালক, আইএমসিটি বিভাগ এবং মোঃ শাহীন সিরাজ, উপ-সচিব, প্রশাসন বিভাগ, ইউজিসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়