শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৪:২৮ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলের ব্রোঞ্জ জয়

ডেস্ক রিপোর্ট: পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৪৯তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের(IPhO) বিশ্ব আসরে পাঁচ সদস্যের বাংলাদেশ দলের অর্জন চারটা ব্রোঞ্জ পদক (আনঅফিসিয়াল)। আজ শনিবার চূড়ান্ত ফলাফল জানা যাবে। এ বছর অলিম্পিয়াডে বিশ্বের ৮৭টি দেশের ৪৪৭ শিক্ষার্থী অংশ নিয়েছে। ২৫ জুলাই অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে।আজ ২৮ জুলাই শনিবার সমাপনী পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সূত্রে জানা যায়, এবারের আসরে একটা সমস্যায় পারফেক্ট স্কোর করেছে নটরডেম কলেজের ইরতিজা ইরাম। বাংলাদেশ দলের লিডার প্রফেসর আরশাদ মোমেন স্যারের দৃষ্টিতে সিলভার জেতার চেয়েও এটা অনেক গুরুত্বপূর্ণ অর্জন।

স্থানীয় সময় (২২ জুলাই) রবিবার সকালে লিসবন বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগালের শিক্ষা সচিব জোয়ান কোস্টা, লিসবন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইপিএইচও কমিটির সভাপতি ড. হানস জর্ডান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা ৪৯তম ফিজিক্স অলিম্পিয়াডের স্মারক ডাকটিকেট উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ৮৭টি দেশের শিক্ষার্থীদের বড় পর্দায় পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ দলের পাঁচ প্রতিযোগী- নটর ডেম কলেজের ইরতিজা ইরাম ও তাহমিদ মোসাদ্দেক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রাশেদুল ইসলাম, চট্টগ্রাম কলেজের আবরার আল শাদীদ আবীর ও বরিশাল জিলা স্কুলের ইমতিয়াজ তানভীর রাহিম হাত নেড়ে, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশের এই দলের সঙ্গে দলনেতা হিসাবে আছেন দলের কোচ অধ্যাপক এম আরশাদ মোমেন ও বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ।

২০১১ সাল থেকে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটি বাংলাদেশে ফিজিক্স অলিম্পিয়াডের আয়োজন করে আসছে। গত বছর বাংলাদেশ দল আইপিওএইচ প্রথম একটি রৌপ্য পদক পায়। এছাড়া গতবারের ওই আসরে বাংলাদেশ তিনটি ব্রোঞ্জ পদক ও একটি সম্মানজনক পদকও অর্জন করে।

৪৯তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশের ১৪টি শহরে আঞ্চলিক উৎসব হয়। এসব উৎসবে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। আঞ্চলিক পর্যায়ের প্রায় ১ হাজার বিজয়ীকে নিয়ে এরপর জাতীয় উৎসব করা হয়। জাতীয় উৎসবে সেরা ৭০ জন শিক্ষার্থীর মধ্য থেকে চূড়ান্ত দল নির্বাচন করে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটি।

(ফেসবুক থেকে সংগ্রহীত)

  • সর্বশেষ
  • জনপ্রিয়