শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: যেখানে সত্যের পক্ষে রায় দেওয়া হয় সেই আদালত চত্বরেই দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হমলা হয়েছে। আদালতের মত পবিত্র স্থানে তার উপর হামলা করে আদালতকে অবমাননা করা হয়েছে। এই হামলা সরকাররের পূর্ব পরিকল্পিত। তারা তাদের পরিকল্পনার অংশ হিসেবে মাহমুদুর রহমানের উপর হামলা চালিয়েছে। মাহমুদুর রহমান একজন সৎ ও সাহসী লেখক। তিনি কখনো অন্যায় অত্যাচারের কাছে মাথানত করেন নি। অত্যাচারিত বর্তমান সরকারের কাছেও মাথানত করবেন না। তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তার এমন সাহসীকতার জন্য আমরা তাকে অবশ্যই সাধুবাদ জানাই। এবং তার উপর যে নৃশংস হামলা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে তাদের নিজেদের অনুকুলে নেওয়ার জন্য দেশে এমন অরাজকতা ও অত্যাচার চলাচ্ছে। এবং তারা আগামীতে ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে ব্যাস্ত। বর্তমানে দেশের যেখানেই ন্যায্য আন্দোলনে দাড়ানো হচ্ছে সেখানেই পরিকল্পিত ভাবে হমলা চালাচ্ছে সরকার। যা তাদের নিজেদের দলীয় নেতা কর্মীদের মাধ্যমে করাচ্ছে। সরকারের এই বাড়াবাড়ির শেষ পরিণতি খুব একটা ভালো হবে না। আন্দোলনের মাধ্যমে অত্যাচারী জুলুমবাজ সরকারকে বিদায় করতে হবে।
পরিচিতি : কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, বিএনপি / মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/সম্পাদনা : মাহবুবুল ইসলাম।