শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০১৮, ০৭:২১ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০১৮, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাড়ি রাখার ২০ উপকারিতা

আমিন মুনশি: মুসলমানদেরকে দাড়ি রাখতে ও লম্বা করতে নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোঁফ নিশ্চিহ্ন করতে, আর দাড়ি বড় করতে নির্দেশ দিয়েছেন। (সহিহ মুসলিম, হাদিস নং-৬২৪)

অন্যত্র হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- তোমরা গোঁফকে কর্তন কর এবং দাড়িকে লম্বা কর। তোমরা অগ্নিপূজকদের বিপরীত কর। (সহিহ মুসলিম, হাদিস নং-৬২৬)

দাড়ি রাখার উপকারিতা:

১. দাড়ি রাখলে আল্লাহ ও তাঁর রাসূল খুশি হন।

২. দাড়ি রাখার দ্বারা সকল নবীগণের সাদৃশ্য গ্রহণ করা হয়।

৩. দাড়ি রাখলে নবীজির শাফায়াত লাভ হবে।

৪. দাড়ি রাখলে দৃষ্টিশক্তি বাড়ে।

৫. দাড়িওয়ালার প্রতি মানুষের সুধারণা থাকে এবং তিনি মানুষের দোয়া লাভ করেন।

৬. অপরিচিত স্থানে দাড়িওয়ালা মুসলমান মারা গেলে, মুসলমান কি-না চেনার জন্য উলঙ্গ করে খৎনা দেখতে হয় না।

৭. দাড়িতে চেহারার সৌন্দর্য্য বাড়ে এবং বীরত্বের পরিচয় বহন করে।

৮. কিয়ামতের অন্ধকারে মুমিনের দাড়ি নূরে পরিণত হবে।

৯. ঈমান-আমল ঠিক থাকলে দাড়িওয়ালা ব্যক্তি নবী ও ওলীগণের সাথে সাক্ষাৎ ও হাশর পাবেন।

১০. দাড়ি রাখলে অনেক পাপ থেকে বেঁচে
থাকা যায়।

১১. দাড়ি ইসলামী সভ্যতার অন্যতম প্রতীক।

১২. দাড়ি রাখলে মুনকার- নাকীরের সুওয়াল-জাওয়াব সহজ হয়।

১৩. লম্বা দাড়ি স্বাস্থের ক্ষতিকর জীবানুগুলোকে গলা ও সিনাতে পৌঁছতে দেয়না।

১৪. দাড়ি গলাকে শীত ও গরমের বিরুপ প্রতিক্রিয়া থেকে মুক্ত রাখে।

১৫.দাড়ির অস্তিত্ব যৌন শক্তিকে বৃদ্ধি করে, যা ডাক্তার দ্বারা প্রমাণিত।

১৬. দাড়ি রাখলে পাইরিয়ার মত মারাত্বক রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

১৭. দাড়ি রাখলে সেভ করার অনর্থক সময় ও অর্থ অপচয় থেকে বাঁচা যায়।

১৮. দাড়ি দ্বারা গুণাহে জারিয়া থেকে রক্ষা পাওয়া যায়।

১৯. দাড়ি রাখার দ্বারা শারীরিক সৌন্দর্য্য বৃদ্ধি পায়।

২০. দাড়িতে ক্ষুর বা ব্লেড লাগালে চোখের রগের উপর আঘাত লাগে। ফলে চোখের জ্যোতি কমে যায় এবং মুখের চামড়া শক্ত হয়ে যায়। তাই দাড়ি রাখলে এই ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়া যায়। ইত্যাদি।

সূত্রঃ বুখারি ১৩৫৬,
মুসলিম ২২৪২, নাসাঈ ৩৫৪

আল্লাহ পাক সকল পুরুষ মুসলমানকে দাড়ি রাখার তৌফিক দান করুন। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়