শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ০১:০৪ রাত
আপডেট : ৩০ জুন, ২০১৮, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুড়িচংয়ে বাসায় দুর্ধর্ষ চুরি, একমাসেও উদ্ধার হয়নি মালামাল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা জেলার বুড়িচংয়ের চাঞ্চল্যকর চুরির ঘটনার দৃশ্যমান অগ্রগতি নেই। তদন্ত অব্যাহত থাকলেও প্রায় এক মাসেও ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পারেনি থানা পুলিশ। জানা যায়, বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের হাজী মো. ফজলুর রহমানের দ্বিতল ভবনে নগদ ৫ লাখ টাকা, ১০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড সেট, ১২০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ডিজঅনার হওয়া চেক চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। গত ৩০ মে থেকে ৫ এপ্রিলের মধ্যে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের (মামলা নং-১৩, ০৭/০৬/২০১৮ইং) পর মো. আরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলেও অদ্যাবধি চুরি হওয়া মালামাল উদ্ধার বা জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

ফজলুর রহমান জানান, তার ৩ ছেলে দুবাইতে থাকেন। তিনি ও তার স্ত্রী দুবাইতে বেড়াতে যাওয়ার পর নীচ তলার পকেট গেট ভেঙ্গে উপর তলার রুমের দরজা ও আলমারি ভেঙ্গে উল্লেখিত টাকাসহ জিনিসপত্র চুরি হয়। বাড়ীতে এই দুর্ধর্ষ চুরির বিষয়টি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার বা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। চেনা-জানা ব্যক্তি ছাড়া এবং চুরিতে দক্ষ ও পারদর্শী ব্যক্তি ছাড়া তার বাড়ীতে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটানো অসম্ভব বলে জানান তিনি।

এ প্রসঙ্গে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোজ কুমার দে জানান, চাঞ্চল্যকর এই চুরির ঘটনার তদন্ত চলছে। চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। আশা করি যথা শিঘ্রই প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়