শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০৭:২২ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কটল্যান্ডকে ৪৮ রানে হারিয়েছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ওয়ানডের শীর্ষ দল ইংল্যান্ডকে হারিয়ে দিন তিনেক আগেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছিল স্কটল্যান্ড। তবে পেরে উঠল না তারা টি-টোয়েন্টির শীর্ষ দলের সঙ্গে। সরফরাজ আহমেদ ও শোয়েব মালিকের ঝড়ো দুটি ইনিংসে পাকিস্তান জিতেছে সহজেই।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্কটল্যান্ডকে ৪৮ রানে হারিয়েছে পাকিস্তান। এডিনবরায় মঙ্গলবার পাকিস্তান ২০ ওভারে তুলেছিল ২০৪ রান। স্কটিশরা করতে পেরেছে ১৫৬ রান।

টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের হয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ফখর জামান। আরেক ওপেনার আহমেদ শেহজাদের শুরুটাও ছিল ভালো। তবে বড় কিছু করার আগেই দুজনকে ফেরান অ্যালাসডায়ার ইভান্স।

১৫ বলে ২১ করে ফেরেন ফখর। ১২ বলে ১৪ শেহজাদ। তিনে নেমে হুসাইন তালাতও বড় করতে পারেননি ইনিংস। ফিরে যান ১৬ বলে ১৮ করে।

কিন্তু চতুর্থ উইকেটে সরফরাজ ও মালিকের ব্যটিং তাণ্ডব রানটাকে নিয়ে যায় স্কটিশদের ধরাছোঁয়ার বাইরে। ৪৯ বলে ৯৬ রানের বিধ্বংসী জুটি গড়েন দুজন।

সরফরাজ শুরুতে এগোচ্ছিলেন বল প্রতি রান করে। ঝড়ের সূচনা মালিকের ব্যাটে। শেষ দিকে উত্তাল হয়ে ওঠে সরফরাজের ব্যাটও।

মালিকের ২৭ বলে ৫৩ রানের ইনিংসে চার নেই একটিও, ছক্কা ৫টি!

সরফরাজের রান এক পর্যায়ে ছিল ২৯ বলে ৩৫। শেষের তাণ্ডবে পরের ২০ বলে করেছেন ৫৪ রান। শেষ পর্যন্ত ১০ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে ৮৯ রানে অপরাজিত পাকিস্তান অধিনায়ক। সবশেষ ৫৭ আন্তর্জাতিক ইনিংসে তার সর্বোচ্চ স্কোর এটি।

শেষ ৫ ওভারে পাকিস্তান তোলে ৮০ রান। এই সময়ে ছক্কাই ছিল ৭টি, চার ৫টি।

এই রান বন্যার মাঝেও স্কটিশ পেসার ইভান্স ৩ উইকেট নিয়েছেন ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে।

পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপ সামলে এই রান তাড়া করা স্কটিশদের জন্য ছিল অনেক বড় চ্যালেঞ্জ। কাইল কোয়েটজার ও জর্জ মানজি তবু দলকে এনে দেন উড়ন্ত সূচনা। প্রথম ৫ ওভারে রান ছিল ৫৩।

২৫ রান করা মানজিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন পেসার হাসান আলি। তিনে নামা রিচি বেরিংটনের মিডল স্টাম্প উপড়ে দেন লেগ স্পিনার শাদাব খান। এরপর বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ ফিরিয়ে দেন ১৮ বলে ৩১ রান করা স্কটিশ অধিনায়ক কোয়েটজারকে। ইনিংস গতি হারায় এরপরই।

মাঝের সময়টায় স্কটিশদের চেপে ধরে পাকিস্তানি বোলাররা। বড় রান তাড়ায় তাই আর সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি স্কটল্যান্ড। শেষ দিকে মাইকেল লিস্কের ২৪ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস কমিয়েছে ব্যবধান।

দ্বিতীয় ও শেষ ম্যাচ বুধবার। এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে যাবে স্কটল্যান্ড।

পাকিস্তান: ২০ ওভারে ২০৪/৪ (ফখর ২১, শেহজাদ ১৪, তালাত ১৮, সরফরাজ ৮৯*, মালিক ৫৩, আসিফ ১*; শরিফ ০/৪৩, ওয়াট ০/৪২, তাহির ০/৫৭, ইভান্স ৩/২৩, লিস্ক ০/৬, বেরিংটন ১/২৯)।

স্কটল্যান্ড: ২০ ওভারে ১৫৬/৬ (মানজি ২৫, কোয়েটজার ৩১, বেরিংটন ৩, ম্যাক্লাউড ১২, বাজ ২৪, লিস্ক ৩৮*, ক্রস ১৩, শরিফ ৩*; নওয়াজ ১/২২, আমির ১/৪৫, হাসান ২/৩৩, ফাহিম ০/২৩, শাদাব ২/২৫, তালাত ০/৪)।

ফল: পাকিস্তান ৪৮ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সরফরাজ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়