শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০১:৪২ রাত
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওয়াজের আইনজীবীরা মামলা লড়তে নারাজ, আদালত বর্জনের ঘোষণা

সাইদুর রহমান : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে ইংল্যান্ডের অ্যাভেনফিল্ডে সম্পত্তি সংক্রান্ত মামলা নিয়ে কোন আইনজীবীই লড়তে চাচ্ছেন না। তাদের দাবি, আদালতের নির্ধারিত শুনানির তারিখ পাকিস্তানের জাতীয় নির্বাচনের খুব কাছাকাছি। তাই তারা শুনানিটি অনির্দিষ্ট সময়ের জন্য পেছানোর আবেদন করেছিলেন।

নওয়াজের প্রধান আইনজীবী খাজা হারিস সোমবার সাংবাদিকদের বলেন, আমরা এই বিচার কাজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ শুনানির তারিখ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানোর জন্য করা আমাদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আদালতে তিনি উপস্থিত হতে পারছেন না, তাই সরে দাঁড়াচ্ছেন মামলা থেকে। হারিস আরও বলেছেন, সুপ্রিম কোর্ট এক মাসের মধ্যে এই মামলার শুনানি শেষ করতে নির্দেশ দিয়েছে যা কখনওই সম্ভব নয়।

পানামার পেপার্স কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত হওয়ায় গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে পদত্যাগে বাধ্য হন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, কর ফাঁকি, জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ঘটনায় বিচারিক কার্যক্রম এই সপ্তাহেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট জুলাইয়ের ১০ তারিখ পর্যন্ত বিচারের সময় বাড়িয়ে দেন। আর কিছুদিন পরই দেশটিতে সংসদ নির্বাচন হবে। এজন্য তারিখ নিয়ে আপত্তি তোলেন শরীফের আইনজীবীরা।

এছাড়া নওয়াজের অভিযোগ, নিজের দেশে থেকেও একজন নাগরিকের আইনি পরিষেবা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের ফলে কোনও আইনজীবী তাঁর মামলা হাতেই নিতে চাইছেন না। টানা শুনানির নির্দেশ নিয়েও অভিযোগ রয়েছে। তাঁর সঙ্গে এধরনের ব্যবহার করলেও আরেক প্রাক্তন প্রেসিডেন্ট সেনাপ্রধান পারভেজ মুশারফকে কীভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন শরিফ।

শরিফের অভিযোগ শোনার পর আদালত তাঁকে নতুন আইনজীবী নিয়োগ করতে সময় দিয়েছে। তা না হলে তিনি যদি ফের হরিশকেই নিজের মামলা লড়ার জন্য বোঝাতে পারেন সেই সময়ও দেওয়া হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। সূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়