শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৮:৫৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ায় বেড়ানোর যাওয়ার কথা বলে যুবতীকে ধর্ষণ

স্বপন কুমার দেব: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের ফাঁদে ফেলে বেড়াতে যাওয়ার কথা বলে চা বাগানে নির্জন স্থানে নিয়ে যুবতীকে ধর্ষণ করলো কথিত প্রেমিক। ঘটনার ৮ দির পর প্রেমিকা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ কথিত প্রেমিক বিল্লাল আহমদ (৩১)কে আটক করে।

কুলাউড়া থানার ওসি শামীম মুসা জানান, রাজনগর উপজেলার কানেশাইল নিজভাগ গ্রামের বাসিন্দা ২৮ বছরের যুবতীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমে জড়িয়ে পড়ে বিল্লাল আহমদ। পেশায় সিএনজি অটোরিক্সা চালক বিল্লাল গত ২১ মে বরমচাল চা বাগানের নির্জন স্থানে নিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে। ২৯ মে মঙ্গলবার রাতে ওই যুবতী কুলাউড়া থানায় এসে প্রেমিক বিল্লাল আহমদের বিরুদ্ধে ধর্ষণ মামলা (৪৬/১৮) দায়ের করেন।

ওসি(তদন্ত) বিনয় ভুষন রায় বলেন, রাতেই অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা চালক লিটনকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে আটক করে। আটক বিল্লাল সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালিজুরি গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। বর্তমানে সে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের পাপিয়া বিল্ডিংয়ে ভাড়া থেকে সিএনজি অটোরিক্সা চালায়।

কুলাউড়া সার্কেলের এডি.এসপি আবু ইউসুফ জানান, আজ বিল্লালকে আদালতে সোপর্দ করা হয়। যুবতীর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়