শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৮:৫৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ায় বেড়ানোর যাওয়ার কথা বলে যুবতীকে ধর্ষণ

স্বপন কুমার দেব: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের ফাঁদে ফেলে বেড়াতে যাওয়ার কথা বলে চা বাগানে নির্জন স্থানে নিয়ে যুবতীকে ধর্ষণ করলো কথিত প্রেমিক। ঘটনার ৮ দির পর প্রেমিকা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ কথিত প্রেমিক বিল্লাল আহমদ (৩১)কে আটক করে।

কুলাউড়া থানার ওসি শামীম মুসা জানান, রাজনগর উপজেলার কানেশাইল নিজভাগ গ্রামের বাসিন্দা ২৮ বছরের যুবতীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমে জড়িয়ে পড়ে বিল্লাল আহমদ। পেশায় সিএনজি অটোরিক্সা চালক বিল্লাল গত ২১ মে বরমচাল চা বাগানের নির্জন স্থানে নিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে। ২৯ মে মঙ্গলবার রাতে ওই যুবতী কুলাউড়া থানায় এসে প্রেমিক বিল্লাল আহমদের বিরুদ্ধে ধর্ষণ মামলা (৪৬/১৮) দায়ের করেন।

ওসি(তদন্ত) বিনয় ভুষন রায় বলেন, রাতেই অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা চালক লিটনকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে আটক করে। আটক বিল্লাল সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালিজুরি গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। বর্তমানে সে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের পাপিয়া বিল্ডিংয়ে ভাড়া থেকে সিএনজি অটোরিক্সা চালায়।

কুলাউড়া সার্কেলের এডি.এসপি আবু ইউসুফ জানান, আজ বিল্লালকে আদালতে সোপর্দ করা হয়। যুবতীর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়