শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৮:৫৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ায় বেড়ানোর যাওয়ার কথা বলে যুবতীকে ধর্ষণ

স্বপন কুমার দেব: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের ফাঁদে ফেলে বেড়াতে যাওয়ার কথা বলে চা বাগানে নির্জন স্থানে নিয়ে যুবতীকে ধর্ষণ করলো কথিত প্রেমিক। ঘটনার ৮ দির পর প্রেমিকা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ কথিত প্রেমিক বিল্লাল আহমদ (৩১)কে আটক করে।

কুলাউড়া থানার ওসি শামীম মুসা জানান, রাজনগর উপজেলার কানেশাইল নিজভাগ গ্রামের বাসিন্দা ২৮ বছরের যুবতীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমে জড়িয়ে পড়ে বিল্লাল আহমদ। পেশায় সিএনজি অটোরিক্সা চালক বিল্লাল গত ২১ মে বরমচাল চা বাগানের নির্জন স্থানে নিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে। ২৯ মে মঙ্গলবার রাতে ওই যুবতী কুলাউড়া থানায় এসে প্রেমিক বিল্লাল আহমদের বিরুদ্ধে ধর্ষণ মামলা (৪৬/১৮) দায়ের করেন।

ওসি(তদন্ত) বিনয় ভুষন রায় বলেন, রাতেই অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা চালক লিটনকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে আটক করে। আটক বিল্লাল সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালিজুরি গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। বর্তমানে সে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের পাপিয়া বিল্ডিংয়ে ভাড়া থেকে সিএনজি অটোরিক্সা চালায়।

কুলাউড়া সার্কেলের এডি.এসপি আবু ইউসুফ জানান, আজ বিল্লালকে আদালতে সোপর্দ করা হয়। যুবতীর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়