শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৩:২০ রাত
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না: ইরান

রাশিদ রিয়াজ : সিরিয়ার চলমান সংঘর্ষের বিষয়ে ইসরায়েলের সঙ্গে ‘পরোক্ষ আলোচনার’ খবর নাকচ করে দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইসরায়েলি নৃশংসতা থেকে জনমতের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে এ ধরনের ‘বানোয়াট’ খবর প্রচার করা হচ্ছে। তিনি বলেন, কিছু আরব দেশ ফিলিস্তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি যে বিশ্বাসঘাতকতা করছে তা থেকে জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে।

সৌদি আরবের ওয়েবসাইট ইলাফ অসর্থিত একটি সূত্রের বরাত দিয়ে সোমবার দাবি করে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমালে চলমান সংঘর্ষের ব্যাপারে রোববার জর্দানে পরোক্ষ আলোচনা করেছে ইরান ও ইসরায়েল। ইলাফ আরো দাবি করে, বিশেষ করে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা ও কুনেইত্রা প্রদেশে তৎপর জঙ্গিদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর আসন্ন অভিযান নিয়ে আলোচনা করে তেল আবিব ও তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে বলেন, আরব দেশগুলো যখন ফিলিস্তিনিদের কয়েক দশকের প্রতিরোধ আন্দোলনের প্রতি বিশ্বাসঘাতকতা করছে তখন তাদের সংবাদ সূত্রগুলো এ ধরনের ‘মনগড়া ও বানোয়াট’ খবর প্রচার করছে।কাসেমি পরিষ্কার করে বলেন, “অবৈধ, সন্ত্রাসী ও দখলদার ইসরায়েল সরকারকে কখনোই স্বীকৃতি দেয়নি ইরান। কাজেই এটির সঙ্গে আলোচনা বসার প্রশ্নই আসে না।” তিনি আরো বলেন, আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে গোপন দহরম মহরমকে বৈধতা দেয়ার লক্ষ্যে এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করছে।

ইসরায়েল ও জর্দান সীমান্তবর্তী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা ও দারা প্রদেশে এখনো বেশ কিছু জঙ্গি গোষ্ঠী তৎপর রয়েছে। সিরিয়ার সেনাবাহিনী ওই দু’টি প্রদেশের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য ব্যাপকভিত্তিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে খবর দিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সন্ত্রাসীদের প্রতি সহানুভুতিশীল লন্ডনভিত্তিক কথিত এ মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, সিরিয়ার বিমান বাহিনী দারা প্রদেশের জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে এরইমধ্যে আকাশ থেকে লিফলেট বিতরণ করেছে।পারস

  • সর্বশেষ
  • জনপ্রিয়