রাশিদ রিয়াজ : বেশকিছু ইরানি চলচ্চিত্র সিডনি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এ উৎসব শুরু হবে আগামী ৬ জুন এবং তা চলবে ১৭ জুন পর্যন্ত। ইরানের চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে পুইয়া বাদকুবেহর ‘ড্রেসেজ’, মানি হাকিকির ‘পিগ’, ভাহিদ জালিভান্ডের ‘নো ডেট, নো সিগনেচার’, আব্বাস কিয়ারোস্তমির ‘টুয়েন্টি ফোর ফ্রেমস’ ও জাফর পানাহির ‘থ্রি ফেসেস’।
সিডনি চলচ্চিত্র উৎসবে এবার শুরুতেই প্রদর্শিত হবে নিউজিল্যান্ডের জ্যাকি ভ্যান বিকের ‘দি ব্রেকার আপপারয়ার্স’ চলচ্চিত্রটি। অস্ট্রেলিয়ার চলচ্চিত্রকার লেনেট্টি ওয়ালওর্থ জুরি বোর্ডে সভাপতিত্ব করবেন। জুরি বোর্ডে অন্যান্যের মধ্যে রয়েছেন ফিলিপাইনের প্রযোজক ও লেখখ বিয়াঙ্কা বালবুয়েনা, দক্ষিণ আফ্রিকার সুরকার ক্রিস লেচার, অস্ট্রেলিয়ার অভিনেতা ইয়েন লেসলাই ও জাপানের প্রোগ্রামিং পরিচালক ইয়োশি ইয়াতাবে প্রমুখ।