নিজস্ব প্রতিবেদক : লক্ষাধিক পিস ইয়াবাসহ শুটিং দলের আট অভিনয়শিল্পীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় তাদের ব্যবহৃত গাড়িসহ আরও দুজনকে আটক করা হয়। বুধবার সকালে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে ওই ১০ জনকে আটক করে র্যাব।
বিকেল সাড়ে ৪টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।
কক্সবাজার র্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, আজ সকালে শহরের কলাতলীতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ‘সরকার প্রোডাকশন হাউস’ ব্যানারে কক্সবাজারে মিউজিক ভিডিও শুটিং করতে আসা রাজশাহীভিত্তিক একটি মাদকচক্রের ১০ জন সদস্যকে এক লাখ আট হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের দুজন হলেন শুটিং দলের প্রধান আসলাম সরকার (৪০) ও গাড়ির চালক মাসুদ রানা (৩২)।
তবে আটক আট অভিনয়শিল্পীর নাম জানাননি মেজর রুহুল আমিন। তিনি বলেন, অভিযানের সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র : আমাদের সময়