শিরোনাম
◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া? ◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের কাছে পাকিস্তানের অভিযোগ

নূর মাজিদ: বিশ্বব্যাংকের সদরদপ্তর পরিদর্শন করে সংস্থাটির কাছে ভারতের কৃষ্ণগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অভিযোগ করেছে পাকিস্তান। পাকিস্তানের অভিযোগ বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু নদের পানি বণ্টন চুক্তির বরখেলাপ করেছে ভারতের এই প্রকল্প।

এই লক্ষ্যে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আশ্তার ওসাফ আলী বিশ্বব্যাংকের সদর দপ্তরে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিভা'র সঙ্গে সোম ও মঙ্গলবার বৈঠক করেছেন। নিজ দেশের পক্ষে ওসাফ আলী ৪ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এর আগে শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, পাকিস্তানের তীব্র আপত্তি সত্ত্বেও ভারতের এমন প্রকল্পে ১৯৬০ সালের সিন্ধু নদ' পানি বণ্টন চুক্তি লঙ্ঘিত হয়েছে।

পাকিস্তানী প্রতিনিধি দলটি বিশ্বব্যাংককে জানায়, গত ১৯মে সিন্ধু উপত্যকার অন্যতম উৎসের নদী কৃষ্ণগঙ্গার উপর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছেন। এই প্রকল্প নিয়ে আগে থেকেই অভিযোগ জানিয়ে এসেছে পাকিস্তান। তাদের আশঙ্কা এই প্রকল্পের বাঁধ ও সুড়ঙ্গের কারনে পাকিস্তানে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হবে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন জানায়, কাশ্মীরের কৃষ্ণগঙ্গা নির্মিত ৩৩০ মেগাওয়াটের এই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ পাকিস্তানের জন্য সবচাইতে বড় উদ্বেগের কারণ। এই বাঁধ বিপুল পরিমাণ পানির প্রবাহ আটকে রাখতে সক্ষম। তবে পাকিস্তানের দাবীর বিপক্ষে ভারত বরাবরই আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়োগের পাল্টা দাবী জানিয়ে আসছে। সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, এই ইস্যুতে দেশ দুটিকে সাথে নিয়ে সন্তোষজনক কোন সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়েছে বিশ্বব্যাংক। ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়