শিরোনাম
◈ বৃহস্পতিবার আবারও গুরুত্বপূর্ণ তিন মোড় অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের ◈ ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই: মির্জা আব্বাস (ভিডিও) ◈ বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! ◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৭:১৫ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের দাবির প্রেক্ষিতে তদন্তের মুখে এফবিআই

সান্দ্রা নন্দিনী: যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় এফবিআই’র সংশ্লিষ্টতা তদন্তে সম্মতি দিয়েছে মার্কিন বিচার বিভাগ। ট্রাম্পের অভিযোগের আঙ্গুল ওঠার প্রেক্ষিতেই সোমবার এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির বিচার বিভাগ।

এর আগে, রোববার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট ওবামা সরকার দেশটির সাবেক একজন প্রফেসর স্টিফেন হ্যালপারের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণায় গুপ্তচরবৃত্তি চালিয়েছিল। হ্যালপারকে এফবিআই এর সহকারী হিসেবে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

ট্রাম্প আরো অভিযোগ করেন, মার্কিন বিচারবিভাগ ও এফবিআই অপর একটি নির্বাচনী প্রচারণার সাথে চুক্তিবদ্ধ হয়ে একাজ নিয়মিতই করত। তারা একাজ করেছিল বলেও অভিযোগ করেন ট্রাম্প। ওবামা প্রশাসন এ কাজটি আরেকজন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে সহায়তার উদ্দেশ্যে এমনটি করেছিল কিনা এখন এটি যাচাই করে দেখতে চান বলে ট্রাম্প জানান।

হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স সোমবার বলেন, বিচারবিভাগ তাদের মহাপরদির্শককে ডেকে বিভাগটি ও এফবিআই’র কোনও ভূমিকা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ছিল কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছে। এছাড়া, হোয়াইট হাউজের পক্ষ থেকে বিচারবিভাগ, এফবিআই ও গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে বৈঠকের আয়োজন করা হবে, যেন কংগ্রেস সদস্যরা ট্রাম্পের অভিযোগ মিলিয়ে দেখতে পারেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়