শিরোনাম
◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির 

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৭:১৫ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের দাবির প্রেক্ষিতে তদন্তের মুখে এফবিআই

সান্দ্রা নন্দিনী: যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় এফবিআই’র সংশ্লিষ্টতা তদন্তে সম্মতি দিয়েছে মার্কিন বিচার বিভাগ। ট্রাম্পের অভিযোগের আঙ্গুল ওঠার প্রেক্ষিতেই সোমবার এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির বিচার বিভাগ।

এর আগে, রোববার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট ওবামা সরকার দেশটির সাবেক একজন প্রফেসর স্টিফেন হ্যালপারের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণায় গুপ্তচরবৃত্তি চালিয়েছিল। হ্যালপারকে এফবিআই এর সহকারী হিসেবে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

ট্রাম্প আরো অভিযোগ করেন, মার্কিন বিচারবিভাগ ও এফবিআই অপর একটি নির্বাচনী প্রচারণার সাথে চুক্তিবদ্ধ হয়ে একাজ নিয়মিতই করত। তারা একাজ করেছিল বলেও অভিযোগ করেন ট্রাম্প। ওবামা প্রশাসন এ কাজটি আরেকজন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে সহায়তার উদ্দেশ্যে এমনটি করেছিল কিনা এখন এটি যাচাই করে দেখতে চান বলে ট্রাম্প জানান।

হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স সোমবার বলেন, বিচারবিভাগ তাদের মহাপরদির্শককে ডেকে বিভাগটি ও এফবিআই’র কোনও ভূমিকা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ছিল কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছে। এছাড়া, হোয়াইট হাউজের পক্ষ থেকে বিচারবিভাগ, এফবিআই ও গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে বৈঠকের আয়োজন করা হবে, যেন কংগ্রেস সদস্যরা ট্রাম্পের অভিযোগ মিলিয়ে দেখতে পারেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়