শিরোনাম
◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৭:১৫ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের দাবির প্রেক্ষিতে তদন্তের মুখে এফবিআই

সান্দ্রা নন্দিনী: যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় এফবিআই’র সংশ্লিষ্টতা তদন্তে সম্মতি দিয়েছে মার্কিন বিচার বিভাগ। ট্রাম্পের অভিযোগের আঙ্গুল ওঠার প্রেক্ষিতেই সোমবার এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির বিচার বিভাগ।

এর আগে, রোববার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট ওবামা সরকার দেশটির সাবেক একজন প্রফেসর স্টিফেন হ্যালপারের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণায় গুপ্তচরবৃত্তি চালিয়েছিল। হ্যালপারকে এফবিআই এর সহকারী হিসেবে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

ট্রাম্প আরো অভিযোগ করেন, মার্কিন বিচারবিভাগ ও এফবিআই অপর একটি নির্বাচনী প্রচারণার সাথে চুক্তিবদ্ধ হয়ে একাজ নিয়মিতই করত। তারা একাজ করেছিল বলেও অভিযোগ করেন ট্রাম্প। ওবামা প্রশাসন এ কাজটি আরেকজন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে সহায়তার উদ্দেশ্যে এমনটি করেছিল কিনা এখন এটি যাচাই করে দেখতে চান বলে ট্রাম্প জানান।

হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স সোমবার বলেন, বিচারবিভাগ তাদের মহাপরদির্শককে ডেকে বিভাগটি ও এফবিআই’র কোনও ভূমিকা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ছিল কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছে। এছাড়া, হোয়াইট হাউজের পক্ষ থেকে বিচারবিভাগ, এফবিআই ও গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে বৈঠকের আয়োজন করা হবে, যেন কংগ্রেস সদস্যরা ট্রাম্পের অভিযোগ মিলিয়ে দেখতে পারেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়