শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৭:১৫ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের দাবির প্রেক্ষিতে তদন্তের মুখে এফবিআই

সান্দ্রা নন্দিনী: যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় এফবিআই’র সংশ্লিষ্টতা তদন্তে সম্মতি দিয়েছে মার্কিন বিচার বিভাগ। ট্রাম্পের অভিযোগের আঙ্গুল ওঠার প্রেক্ষিতেই সোমবার এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির বিচার বিভাগ।

এর আগে, রোববার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট ওবামা সরকার দেশটির সাবেক একজন প্রফেসর স্টিফেন হ্যালপারের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণায় গুপ্তচরবৃত্তি চালিয়েছিল। হ্যালপারকে এফবিআই এর সহকারী হিসেবে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

ট্রাম্প আরো অভিযোগ করেন, মার্কিন বিচারবিভাগ ও এফবিআই অপর একটি নির্বাচনী প্রচারণার সাথে চুক্তিবদ্ধ হয়ে একাজ নিয়মিতই করত। তারা একাজ করেছিল বলেও অভিযোগ করেন ট্রাম্প। ওবামা প্রশাসন এ কাজটি আরেকজন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে সহায়তার উদ্দেশ্যে এমনটি করেছিল কিনা এখন এটি যাচাই করে দেখতে চান বলে ট্রাম্প জানান।

হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স সোমবার বলেন, বিচারবিভাগ তাদের মহাপরদির্শককে ডেকে বিভাগটি ও এফবিআই’র কোনও ভূমিকা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ছিল কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছে। এছাড়া, হোয়াইট হাউজের পক্ষ থেকে বিচারবিভাগ, এফবিআই ও গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে বৈঠকের আয়োজন করা হবে, যেন কংগ্রেস সদস্যরা ট্রাম্পের অভিযোগ মিলিয়ে দেখতে পারেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়