স্পোর্টস ডেস্ক: নিজেদের শেষ চার ম্যাচে টানা হারের পরে চলতি মৌসুমের শেষ ম্যাচেও জয়ের দেখা পেল না প্যারিস ক্লাবটি। গতকাল লিগ ওয়ানে কঁয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে নেইমার বিহীন পিএসজি।
প্যারিস থেকে বিদায়ী কোচ উনাই এমরি শেষ বেলায় ক্লাবটিকে জয়ের হাসি উপহার দিতে পারলেন না। কয়েকদিন আগে গ্যাগোঁ ও আমিয়াঁর সঙ্গে ড্র করার পরে এবার আবার হোঁচট খেতে হলো তাদের। আর এই জয়ে লিগ ওয়ানে অবনমন এড়ালো কঁ।
এদিন নিয়মিত একাদশের অনেকেই ছিলেন না প্যারিস ক্লাবে। দিনসন কাভানি, আনহেল দি মারিয়া, কিলিয়ান এমবাপে, চিয়াগো সিলভসহ নিয়মিত কয়েকজনকে ছাড়াই একাদশ সাজিয়েছেন উনাই এমরি।
ম্যাচের পুরোটা সময় বল সুন্দর ভাবে নিজেদের দখলেই রেখেছিল পিএসজি। বেশ কয়েকবার বল জালে পাঠানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। যার কারণে গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করা পিএসজি ৩৮ ম্যাচে ২৯ জয় ৯৩ পয়েন্ট নিয়ে আসর শেষ করল।