Skip to main content

মা সংসারের মধ্যমণি তার তুলনা হয় না: আতাউর রহমান

রাজু আনোয়ার: বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে উদযাপিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রতি দিনের। প্রতি মুহুত্বের । এর কোন দিন-কালের দরকার হয় না। তারপরও যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাকে বিশেষভাবে শ্রদ্ধা দেখানোর জন্য দিবসটি পালন করা হয়। মা দিবসে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে নাট্যজন মঞ্চসারথি খ্যাত আতাউর রহমান আমাদের অর্থনীতিকে বলেন- মা সংসারের মধ্যমণি ,তার তুলনা হয় না। তিনি বলেন, সংসারের আট ভাই-বোনের মধ্যে আমি সবার বড় । বলতে গেলে আমি আমার মায়ের ছেলেই ছিলাম। ছোটবেলায় মায়ের কাছ থেকে প্রভাত সংগীত, পূজারিণী কবিতা শুনেছি। গল্প করতে খুব ভালবাসতেন মা। তার দেখা প্রথম চলচ্চিত্র ছিল দেবদাস। তিনি ‘দেবদাস’ এর গল্প আমাদের শোনাতেন । আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীর গল্পও করতেন। আতাউর রহমান বলেন, মা ক্লাস সেভেন পযর্ন্ত পড়ালেখা করলেও বই পড়ার প্রতি খুব ঝোঁক ছিল তার। শরৎচন্দ্র, বঙ্কিম পড়তেন মা। বাবাও শিল্প-সাহিত্য পছন্দ করতেন। তবে এ ব্যাপারে মায়ের আগ্রহই ছিল বেশি। মায়ের রান্নাও ছিল খুব চমৎকার । আমাদের সব ভাই- বোনকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে মায়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মা-বাবা দুজনেই খুব ধার্মিক এবং সংস্কৃতিমনা মানুষ ছিলেন। শেষ জীবনে মা আমার কাছেই থাকতেন। ২০০০ সালে তিনি মারা গেছেন। আজও বার বার মনে পড়ে মায়ের স্মৃতি। মায়ের স্মৃতি প্রসঙ্গে জানতে চাইলে অনেক ব্যস্ততার মাঝেও অল্পকথায় অভিনেত্রী চিত্রলেখা গুহ বলেন, মা বিশাল, মা আমার পৃথিবী। মায়ের কোন সংজ্ঞা হয় না। মায়ের সাথে কারো তুলনাও চলে না। মা দিবস উপলক্ষে সকলকে আমার অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা ।

অন্যান্য সংবাদ