শিরোনাম
◈ দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের টেস্ট কোচ আজহার মাহমুদ ◈ আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে শুনানি ◈ সংকট নেই তবুও চড়া দাম: পেঁয়াজের বাজারে ‘শেষ মুহূর্তের’ মুনাফা লুটছে অসাধু চক্র ◈ মহাকাশ জয়ের পথে বাংলাদেশ: দেশেই তৈরি হবে রকেট ও স্যাটেলাইট, বসছে নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র ◈ আউন্সপ্রতি ৬০ ডলার ছাড়াল রুপা: বিশ্ববাজারে দামের নতুন রেকর্ড ◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন 

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ০৩:২০ রাত
আপডেট : ০১ মে, ২০১৮, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ড গেল বাংলাদেশ নারী ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এএফসি নারী ফুটসাল টুর্নামেন্টে অংশ নিতে আজ সোমবার বিকেলে থাইল্যান্ড গিয়েছে বাংলাদেশ দল।
মে মাসের ২ তারিখ থেকে ১৫টি দেশ নিয়ে থাইল্যান্ডে শুরু হবে এএফসি নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০১৮। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। অভিজ্ঞতা অর্জনই এই টুর্নামেন্টে অংশ নেওয়ার লক্ষ্য বাংলাদেশের।

বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমরা প্রথমবার ফুটসালে খেলতে যাচ্ছি। এটা মেয়েদের জন্য বড় অভিজ্ঞতা অর্জনের হবে। ফুটবল আমরা শুরু করেছিলাম আনাড়ি খেলোয়াড়দের নিয়ে। ফুটসালে কিন্তু আমাদের শুরুটা হচ্ছে ভালো খেলোয়াড়দের নিয়ে। এই খেলায় গতি বেশি। এখানে দ্রুত বল দেওয়া নেওয়া করতে হয়। মনোযোগও দিতে হয় বেশি। অন্য দলগুলোর তুলনায় আমাদের মেয়েদের বয়স কম। এই আসরে খেলা কারো বয়স ৩০ হলেও আমাদের মেয়েরা অনেক ছোট। এক মাত্র সাবিনার বয়স সর্বোচ্চ ২৪ বছর। তব্ওু আমরা সেরাটা দিয়ে ভাল কিছু করার চেষ্টা করব।’

বাংলাদেশ দলের একমাত্র সাবিনার ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ ও ২০১৬ সালে তিনি মালদ্বীপে ক্লাব পর্যায়ে ফুটসাল খেলেছেন। বাকিদের কারোই ফুটসাল খেলার অভিজ্ঞতা নেই। এই টুর্নামেন্ট তাদের জন্য অভিজ্ঞতা অর্জনের।

১৫ টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। ‘এ’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া ও ম্যাকাও। ‘সি’ গ্রুপে রয়েছে জাপান, চীন, বাহরাইন ও লেবানন। ‘ডি’ গ্রুপে রয়েছে ইরান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। ২ মে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ৪ মে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। আর ৬ মে গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে চাইনিজ তাইপের বিপক্ষে।

২ মে থেকে ৭ মে পর্যন্ত হবে গ্রুপপর্বের খেলা। ৯ মে হবে কোয়ার্টার ফাইনাল। ১০ মে হবে দুটি সেমিফাইনাল। ১২ মে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়