শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ১০:৫৩ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের বিরুদ্ধে অপ-প্রচার করছে বিএনপি: হাছান মাহমুদ

আহমেদ জাফর : বিএনপি সরকারের বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত 'জননেত্রী শেখ হাসিনার গেøাবাল উইমেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির বিরুদ্ধে সরকার অপ-প্রচার চালাচ্ছে' তার এমন বক্তব্যের প্রতিক্রিয়া হাছান মাহামুদ বলেন, আসলে অপ-প্রচারটা তারাই করে। বিএনপি গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ প্রত্যেকের বিরুদ্ধে যেইভাবে অপ-প্রচার করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণিত হয়েছে। মূলত তারেক রহমান ও রুহুল কবির রিজভীর সম্পর্কে বেগম খালেদা জিয়ার যেই কথা গুলো বেরিয়ে এসেছে সেগুলোর লজ্জা ঢাকার জন্যই গতকাল রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করেছেন। প্রকৃতপক্ষে মিথ্যা অপ-প্রচার চালানোর ক্ষেত্রে এখন রুহুল কবির রিজভী এবং মির্জা ফখরুল ইসলামের প্রতিযোগিতা শুরু করছে বলেও মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের আচরন বিধি বৈষম্য মূলক উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনি প্রচারনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধি বিধানের কারণে আওয়ামী লীগ বৈরিতার স্বীকার। যেখানে আওয়ামী লীগের কোন এমপি, মন্ত্রী নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে না। সেখানে পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমপিরাও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশে সিটি কর্পোরেশন নির্বাচনে এমপিরা প্রচারণা করতে পারে না। এমপিরা শুধুমাত্র সরকারি ভাতা পান, বেতন বা অন্যকোন সুযোগ সুবিদাও পাননা। নির্বাচন কমিশনের বৈষম্য মূলক আচরন বিধির কারণে এমপিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেনা। বিএনপিই বরং বাড়তি সুবিদা ভোগ করছে। বিএনপির সাবেক মন্ত্রীরা এমনকি মির্জা ফখরুল ইসলামেরও প্রচারণা করার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নাই। অথচ আমাদের দলের সাধারণ সম্পাদকসহ কোন এমপি, মন্ত্রীই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহন করতে পারছে না। আমরা আশা করবো এই বৈষম্য দূর করা হবে।

সংগঠনের সভাপতি জিন্নাত আলি জিন্নাহ'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েলসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়