জুয়াইরিয়া ফৌজিয়া: জেনে-শুনে মিথ্যাচার করছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরুক, বিএনপি নেতাকর্মীরা তা চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার প্রয়াত শেখ জামালের জন্মদিনে শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দন্ড দিয়েছেন আদালত। তার কারাবাস ও মুক্তির বিষয়েও আদালতই সিদ্ধান্ত নেবে। এতে সরকারের কোন হাত নেই।
গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, সময়ই সব বলে দেবে। আর বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ করা হলো। সূত্র: যমুনা টিভি