মাহাদী আহমেদ : চীনের উত্তরাঞ্চলে স্কুলের বাইরে ছুরিকাঘাতে অন্তত ৭ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবারের এই হামলায় আরও ১২ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তা। সন্দেহভাজন এক হামলাকারীকে পুলিশ আটক করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
কর্মকর্তারা জানান, শানজি প্রদেশের মিজহি কাউন্টিতে স্কুল ফেরত শিক্ষার্থীদের ওপর ছুরি হামলা চালানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। জাও নামের ওই সন্দেহভাজন স্কুলটির সাবেক শিক্ষার্থী।
স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সময় ৬টা ১০ মিনিটে এই হামলা হয়। আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ও নিহত শিক্ষার্থীদের নির্দিষ্ট বয়স জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তাদের বয়স ১২ ১৫ বছর। বিবিসির সংবাদদাতা জানান, স্কুলে পড়ার সময় নিপীড়নের প্রতিশোধ নিতেই জাও হামলা চালিয়েছে।
চীনে ছুরি হামলা এটাই প্রথম নয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কেটে ছুরি হামলায় এক নারী নিহত হন। ওই হামলায় ১২ জন আহত হয়। গত বছর আরও দুটি একই ধরনের হামলায় নিহত হন য় দুইজন এবং আহত হন নয়জন। ওই ব্ছরই এক দুর্বৃত্তের ছুরি হামলায় আহত হয় ১১ শিশু। বাংলা ট্রিবিউন