শিরোনাম
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৪০ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে পারমাণবিক চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিল তেহরান

আসিফুজ্জামান পৃথিল : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী জানিয়েছেন বিশ্বশক্তিগুলোর সাথে ইরানের নতুন করে কোনপ্রকার পারমাণবিক চুক্তি করার সম্ভাবনা নেই। বুধবার ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের নেতারা নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমানবিক কার্যক্রমের ব্যাপারে গুরুত্বারোপ করার প্রেক্ষিতে এই কথা বলেন রুহানী।

নিজের দেয়া ভাষণে পুরাতন চুক্তির ব্যপারে রুহানী বলেন, ‘আমাদের আগে থেকেই জেসিপিওএ নামের একটি কার্যক্রম রয়েছে। এটা হয় থাকবে, না হলে কিছুই থাকবেনা। তবে জেসিপিওএ থাকলে তা পরিপূর্ণভাবেই থাকতে হবে।’ বুধবার ওয়াশিংটনে দেয়া ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে এই কথা বললেন রুহানী। ম্যাঁক্রো বলেছিলেন, নতুন চুক্তিতে সিরিয়ার ব্যাপারে বক্তব্য থাকা উচিত যেখানে ইরান বাশার আল আসাদের সরকারকে সমর্থন দিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে রুহানী বলেন, ‘আপনার রাজনীতি, আইন এবং আন্তর্জাতিক বিষয়ের ব্যাপারে কোন দক্ষতা নেই। একজন দোকানদার, ভবন নির্মাতা এবং ব্যবসায়ী কিভাবে আন্তর্জাতিক ইস্যু বিচার করতে পারে?’

তবে এই চুক্তির সাথে জড়িত অন্য পক্ষগুলোর সমর্থন ঠিকই পাচ্ছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক ফ্রেডরিকা মোঘেরিনি বলেছেন, ‘ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতেই দেখা যাবে। কিন্তু একটা চুক্তি বর্তমানে কার্যকর রয়েছেই। এটা কাজ করছে এবং এটিকে কার্যকর রাখতে হবে।’ মস্কোও ইরানের প্রতি নিজেদের সমর্থন বজায় রেখেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আমরা মনে করি কোন বিকল্প ভাবার মতো পরিস্থিতি এখনও তৈরী হয়নি।’ - ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়