শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৪০ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে পারমাণবিক চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিল তেহরান

আসিফুজ্জামান পৃথিল : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী জানিয়েছেন বিশ্বশক্তিগুলোর সাথে ইরানের নতুন করে কোনপ্রকার পারমাণবিক চুক্তি করার সম্ভাবনা নেই। বুধবার ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের নেতারা নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমানবিক কার্যক্রমের ব্যাপারে গুরুত্বারোপ করার প্রেক্ষিতে এই কথা বলেন রুহানী।

নিজের দেয়া ভাষণে পুরাতন চুক্তির ব্যপারে রুহানী বলেন, ‘আমাদের আগে থেকেই জেসিপিওএ নামের একটি কার্যক্রম রয়েছে। এটা হয় থাকবে, না হলে কিছুই থাকবেনা। তবে জেসিপিওএ থাকলে তা পরিপূর্ণভাবেই থাকতে হবে।’ বুধবার ওয়াশিংটনে দেয়া ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে এই কথা বললেন রুহানী। ম্যাঁক্রো বলেছিলেন, নতুন চুক্তিতে সিরিয়ার ব্যাপারে বক্তব্য থাকা উচিত যেখানে ইরান বাশার আল আসাদের সরকারকে সমর্থন দিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে রুহানী বলেন, ‘আপনার রাজনীতি, আইন এবং আন্তর্জাতিক বিষয়ের ব্যাপারে কোন দক্ষতা নেই। একজন দোকানদার, ভবন নির্মাতা এবং ব্যবসায়ী কিভাবে আন্তর্জাতিক ইস্যু বিচার করতে পারে?’

তবে এই চুক্তির সাথে জড়িত অন্য পক্ষগুলোর সমর্থন ঠিকই পাচ্ছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক ফ্রেডরিকা মোঘেরিনি বলেছেন, ‘ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতেই দেখা যাবে। কিন্তু একটা চুক্তি বর্তমানে কার্যকর রয়েছেই। এটা কাজ করছে এবং এটিকে কার্যকর রাখতে হবে।’ মস্কোও ইরানের প্রতি নিজেদের সমর্থন বজায় রেখেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আমরা মনে করি কোন বিকল্প ভাবার মতো পরিস্থিতি এখনও তৈরী হয়নি।’ - ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়