শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৪০ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে পারমাণবিক চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিল তেহরান

আসিফুজ্জামান পৃথিল : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী জানিয়েছেন বিশ্বশক্তিগুলোর সাথে ইরানের নতুন করে কোনপ্রকার পারমাণবিক চুক্তি করার সম্ভাবনা নেই। বুধবার ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের নেতারা নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমানবিক কার্যক্রমের ব্যাপারে গুরুত্বারোপ করার প্রেক্ষিতে এই কথা বলেন রুহানী।

নিজের দেয়া ভাষণে পুরাতন চুক্তির ব্যপারে রুহানী বলেন, ‘আমাদের আগে থেকেই জেসিপিওএ নামের একটি কার্যক্রম রয়েছে। এটা হয় থাকবে, না হলে কিছুই থাকবেনা। তবে জেসিপিওএ থাকলে তা পরিপূর্ণভাবেই থাকতে হবে।’ বুধবার ওয়াশিংটনে দেয়া ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে এই কথা বললেন রুহানী। ম্যাঁক্রো বলেছিলেন, নতুন চুক্তিতে সিরিয়ার ব্যাপারে বক্তব্য থাকা উচিত যেখানে ইরান বাশার আল আসাদের সরকারকে সমর্থন দিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে রুহানী বলেন, ‘আপনার রাজনীতি, আইন এবং আন্তর্জাতিক বিষয়ের ব্যাপারে কোন দক্ষতা নেই। একজন দোকানদার, ভবন নির্মাতা এবং ব্যবসায়ী কিভাবে আন্তর্জাতিক ইস্যু বিচার করতে পারে?’

তবে এই চুক্তির সাথে জড়িত অন্য পক্ষগুলোর সমর্থন ঠিকই পাচ্ছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক ফ্রেডরিকা মোঘেরিনি বলেছেন, ‘ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতেই দেখা যাবে। কিন্তু একটা চুক্তি বর্তমানে কার্যকর রয়েছেই। এটা কাজ করছে এবং এটিকে কার্যকর রাখতে হবে।’ মস্কোও ইরানের প্রতি নিজেদের সমর্থন বজায় রেখেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আমরা মনে করি কোন বিকল্প ভাবার মতো পরিস্থিতি এখনও তৈরী হয়নি।’ - ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়