ডেস্ক রিপোর্ট: পাঁচ ব্যাংকের ব্যাংকের ক্রেডিট ও এটিএম কার্ড জালিয়াতির সন্দেহভাজন মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । আটককৃত ব্যক্তির কাছ থেকে ১৫০০ ক্লোন কার্ড, কার্ড তৈরির মেশিন এবং বিপুল পরিমাণ সামগ্রি উদ্ধার করা হয়। বুধবার সকালে সিআইডির সহকারী পুলিশ সুপার শারমিন এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার দিনগত রাতে তাকে আটক করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের একটি দল। প্রাথমিকভাবে তার নামপরিচয় বা তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আর কোনো তথ্য জানাতে পারেননি তিনি। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান শারমিন। সূত্র: কালের কণ্ঠ