শিরোনাম
◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৯:১৩ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁজা ফুঁকে আধমরা রেকুন, বাঁচাতে ফায়ার সার্ভিস!

এমন অদ্ভুত সাহায্যপ্রার্থী আগে কখনো আসেনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরের ওয়েন টাউন ফায়ার ডিপার্টমেন্টের কাছে। গভীর রাতে অবিরাম বেলের শব্দে তদ্রা ছুটে যায় সেখানকার সব দমকলকর্মীর। হন্তদন্ত করে দরজা খুললে দেখা গেলো এক নারী তার পোষা রেকুনকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।

সমস্যা জিজ্ঞেস করতেই জানা গেলো, কোথাও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি, এমনকি ওই নারীর পোষা রেকুনটিও মারা যায়নি। আসল ঘটনা হচ্ছে, অতিরিক্ত গাঁজা সেবন করায় তার পোষা রেকুনটির অবস্থা খুব খারাপ। এমন পরিস্থিতিতে কী করা উচিত, কিছু বুঝে উঠতে পারছিলেন না ওই নারী। তাই শরণাপন্ন হয়েছেন ফায়ার সার্ভিসের দুয়ারে।

ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন মাইক প্রাইট সংবাদমাধ্যমকে জানান, রেকুনটি অবসন্ন ও নিরুদ্যম ভঙ্গিতে শুয়েছিল। গাঁজা সেবনের পর মানুষের মধ্যে যেসব উপসর্গ দেখা দেয় রেকুনটির মধ্যেও সেগুলো দেখা যাচ্ছিল।

দুর্ভাগ্যবশত, রেকুনটির জন্য তেমন কিছু করার ছিল না দমকলকর্মীদের। তারা ওই নারীকে তার পোষা রেকুনসহ বাড়ি পাঠিয়ে দেন।

পরে দমকলকর্মীরা টুইটারে ঘটনার বিবরণ শেয়ার করেন। পোস্টের সঙ্গে জুড়ে দেন গাঁজা ফুঁকে চোখ লাল করে থাকা একটি রেকুনের ইলাস্ট্রেশন। আর এটাই পরিণত হয় সোশ্যাল মিডিয়ার একটি ভাইরাল ইভেন্টে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এ সম্পর্কে নিজেদের মজার মজার মতামত জানান।

একজন মন্তব্যে লিখেছেন, গাঁজা সেবনে অসুস্থ হওয়ার পর রেকুনটিকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু তাকে ফায়ার সার্ভিসে আনা হলো কেন? এখানে আসলে কে গাঁজা সেবন করেছিলেন সেটা পরিষ্কার নয়!

এটা এখনও কেউ নিশ্চিত না, কীভাবে একটা রেকুন গাঁজা ফুঁকে অসুস্থ হয়ে গেলো। তবে কয়েক মাস আগে আর্জেন্টিনার আটজন পুলিশ সদস্য বহিষ্কার হয়েছিলেন। কারণ তারা দাবি করেছিলেন, পুলিশের গুদাম থেকে ৫০০ কেজি গাঁজা খেয়ে গেছে একদল ইঁদুর!

  • সর্বশেষ
  • জনপ্রিয়