শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৭:২৭ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা; বিক্ষোভ মিছিল মোমবাতি প্রজ্জলন

আমিনুল ইসলাম, সাভার: সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার পাঁচ বছর পূর্তি হলো আজ। দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে রানা প্লাজার সামনে শহীদ বেদীতে ফুল দিয়ে নিহতদের স্বরণে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে সাভার প্রবাসী শ্রমজীবী ফ্রন্ট (পার্বত্য চট্রগ্রাম) এর ব্যানারে রানা প্লাজার মালিক সোহেল রানা সহ গার্মেন্ট মালিকদের শাস্তির দাবীতে এবং রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন।

এসময় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরাও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  নিহত শ্রমিকদের স্বরণে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান। এসময় রানা প্লাজার সামনে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন ও রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান সরকারের কাছে।

এদিকে, রানা প্লাজার পাঁচ বছর পূর্তি উপলক্ষে নিহত ও আহত শ্রমিকদের স্বরণে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, সোমবার রাতে সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার পাঁচ বছর পূর্তি উপলক্ষে রানা প্লাজার সামনে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে এসময় রানা প্লাজার নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় তারা কান্নায় ভেঙ্গে পড়েন। পরে তারা রানা প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে এসময় শ্রমিক নেতারা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি জানান সরকারের কাছে।

উল্লেখ্য ২০১৩ সালের আজকের এই দিনে সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসে পড়ে। এসময় এক হাজারের বেশি শ্রমিক নিহত হয় ও আহত হয় কয়েক হাজার শ্রমিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়