শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৪:১২ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জোবাইদা রাজনীতিতে এলে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল হবে’

জান্নাতুল ফেরদৌসী: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ হলেও নেতৃত্ব সংকট হবে না বলে মনে করছে বিএনপি। দলের প্রয়োজনে ভবিষ্যতে বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডা. জোবাইদা রহমান হাল ধরবেন এমন প্রস্তুতিও রয়েছে দলটির। কারাবন্দি খালেদা জিয়া আগামী নির্বাচনে প্রার্থী ও প্রচারে অংশ নিতে না পারলে সেক্ষেত্রেও সামনে দেখা যেতে পারে ডা. জোবাইদাকে। উচ্চ শিক্ষিত জোবাইদা রহমান রাজনীতিতে এলে বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে মত জ্যেষ্ঠ নেতাদের।

জাতীয় নির্বাচনের প্রচার ও খালেদা জিয়াকে কারামুক্তের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন মুক্তি পাচ্ছেন ধরে নিয়েই চলছে ভোটের আয়োজন। তবে সেটি না হলে বিকল্প প্রস্তুতিও রেখেছেন দলের নীতিনির্ধারকেরা। সেক্ষেত্রে প্রচার ও জনসংযোগে দখা যেতে পারে ডা. জোবাইদা রহমানকে। ৮ মে উচ্চ আদালতে শুনানির পর জামিন না পেলে রমজান দেশে আসতে পারেন ডা. জোবাইদা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জোবাইদার ভাবমূর্তি, যোগ্যতা সব ক্ষেত্রেই ভালো রয়েছে। এখন পর্যন্ত জোবাইদার ভালোই পেয়েছি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জোবাইদা সুশিক্ষিত অত্যন্ত ভালো ব্যক্তি।

জামিনে মুক্ত হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও শারীরিক অবস্থার কারণেই সারা দেশে নির্বাচনি প্রচারে যাওয়া কঠিন হবে খালেদা জিয়ার। আর সেক্ষেত্রে ডা. জোবাইদা ইতিবাচক ইমেজ কাজে লাগাতে চায় বিএনপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, জোবাইদা রহমানের আসার কথা শুনা যাচ্ছে। এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা সবাই উৎসুক হয়ে আছেন। জোবাইদা রহমানের প্রচারণা ও নেতৃত জনগণ মেনে নেবে। তার ইতিবাচক ইমেজ প্রচারণার ক্ষেত্রে কাজে লাগবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জোবাইদার মাধ্যমে শুণ্যতা পূর্ণ হবে। নেত্রী যদি সিদ্ধান্ত নেয় নির্বাচনে যাবো। প্রচারণা ক্ষেত্রে শুধু জোবাইদা রহমান কেন জিয়া পরিবারের সবাই আসবে।

বিএনপি নেতাকর্মীসহ দেশবাসীর কাছে জোবাইদা রহমানের গ্রহণযোগ্যতা রয়েছে দাবি করে দলটির নেতারা বলছেন, পরিস্থিতি বিবেচনায় তার রাজনীতিতে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির শীর্ষ নেতৃত্ব। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়