শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:১৫ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১২ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ৫২ বছরের বৃদ্ধ কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মৃত পচা মন্ডলের পুত্র লম্পট শহর আলী গত শুক্রবার বিকেলে তার প্রতিবেশী দিনমজুর রফিকুল ইসলামের বাকপ্রতিবন্ধী কন্যা (মোছাঃ রত্না খাতুন) কে বাড়িতে একা পেয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করতে থাকে।

এসময় শিশুটির আর্ত চিৎকার শুনে তার পিতা ও এলাকাবাসী এগিয়ে আসলে শিশুটির পিতাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ধর্ষক শহর আলী পালিয়ে যায়।

শিশুটির পিতা ঐ দিনই ভূরুঙ্গামারী থানায় মামলা করতে গেলে এলাকার জনৈক আবু হানিফ ও সাগর আলী মাষ্টার নামে দুজন মাতাব্বর গ্রাম্য বিচারে মিমাংসার কথা বলে তাকে বাড়িতে ফেরত পাঠায়। এদিকে ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও ধর্ষিতার পিতা রফিুকল ইসলাম মেয়ে ধর্ষণের সুষ্ঠ বিচার না পেয়ে তিলাই ইউনিয়ন গ্রাম আদালতে বিচার চেয়ে সোমবার একটি অভিযোগ দিয়েছে।

তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল ইসলাম শাহীন শিকদার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, দুপক্ষকেই নোটিশ করে গ্রাম আদালতে বিচারে সমাধানের চেষ্টা করা হবে। তবে সমাধান না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বর্তমানে ধর্ষক পক্ষের বিভিন্ন হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান শিশুটির পরিবারের সদস্যরা।

এলাকাবাসী বাকপ্রতিবন্ধী শিশুর ধর্ষণকারীর দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানে প্রশাসনের উর্ধ্বত্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়