শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:১৫ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১২ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ৫২ বছরের বৃদ্ধ কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মৃত পচা মন্ডলের পুত্র লম্পট শহর আলী গত শুক্রবার বিকেলে তার প্রতিবেশী দিনমজুর রফিকুল ইসলামের বাকপ্রতিবন্ধী কন্যা (মোছাঃ রত্না খাতুন) কে বাড়িতে একা পেয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করতে থাকে।

এসময় শিশুটির আর্ত চিৎকার শুনে তার পিতা ও এলাকাবাসী এগিয়ে আসলে শিশুটির পিতাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ধর্ষক শহর আলী পালিয়ে যায়।

শিশুটির পিতা ঐ দিনই ভূরুঙ্গামারী থানায় মামলা করতে গেলে এলাকার জনৈক আবু হানিফ ও সাগর আলী মাষ্টার নামে দুজন মাতাব্বর গ্রাম্য বিচারে মিমাংসার কথা বলে তাকে বাড়িতে ফেরত পাঠায়। এদিকে ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও ধর্ষিতার পিতা রফিুকল ইসলাম মেয়ে ধর্ষণের সুষ্ঠ বিচার না পেয়ে তিলাই ইউনিয়ন গ্রাম আদালতে বিচার চেয়ে সোমবার একটি অভিযোগ দিয়েছে।

তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল ইসলাম শাহীন শিকদার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, দুপক্ষকেই নোটিশ করে গ্রাম আদালতে বিচারে সমাধানের চেষ্টা করা হবে। তবে সমাধান না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বর্তমানে ধর্ষক পক্ষের বিভিন্ন হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান শিশুটির পরিবারের সদস্যরা।

এলাকাবাসী বাকপ্রতিবন্ধী শিশুর ধর্ষণকারীর দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানে প্রশাসনের উর্ধ্বত্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়