শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০২:৩০ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি ঢাবির একজন ছাত্র হিসেবে গর্বিত

প্রায়ই বলতে শোনা যায়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আগের মত নেই। কথাটা হয়ত সত্য। কিন্তু যে শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে আসছে, সেই শিক্ষা কি বিশ্বসেরা কোন বিশ্ববিদ্যালয় দিতে পেরেছে? বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা সংগ্রাম, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিংবা আজকের বৈষম্য বিলোপ আন্দোলন, এগুলো কি পৃথিবীর কোন প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় কখনও করে দেখাতে পেরেছে?

বিদেশে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়ত অনেক কিছু শিখেছি। কিন্তু আত্মমযার্দা, সততা, সৎসাহস- এগুলোতো আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শিখতে হয়েছে। অনেকেই দেখছি ইদানিং হতাশায় ভুগছেন। কিন্তু আজকের কোটা আন্দোলনকারী ছাত্রীদের একটু মনোযোগ দিয়ে দেখুন। যে শিক্ষাটা তাদের এই শিক্ষক কোনদিন পায়নি, সেই আত্মমযার্দা ও সৎসাহসের শিক্ষাটা আজকে শিক্ষার্থীরাই উনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

‘দলীয় কোটায়’ নিযুক্ত ভিসি-প্রভোষ্টরাই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। আজো ¯্রােতের বিপরীতে ১৯ জন শিক্ষক দাঁড়িয়ে গেলেন বুকে সেই সৎসাহস নিয়ে। এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। কিন্তু পাশ্চাত্যের ঢাকা বিশ্ববিদ্যালয় বলে খ্যাত একটা বিশ্ববিদ্যালয় পারলে দেখান তো। আমি গর্বিত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র।

পরিচিতি : আইনজীবি, বাংলাদেশ সুপ্রিমকোর্ট/ মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়