শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ১১:১৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাণ ভরে কলকাতার রসগোল্লা খাব: প্রীতি জিনতা

গতকাল শনিবার দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচে সুযোগ পেয়ে এদিন বোলারদের পিটিয়েছেন ক্রিস গেইল। শেষ বলে টম কুরানের ডেলিভারি বল গ্যালারিতে উড়ালেন ব্যাটিংদানব। এই আনন্দে লিফেটর জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়েই দৌড়ে মাঠে আসলে পাঞ্জাব মালকিন প্রীতি। বাঁধভাঙা জয়ের উচ্ছ্বাসে মেতে হলেন সাংবাদিকদের মুখোমুখি।

চার বছর আগে এই ইডেন গার্ডেনে কলকাতার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় কিংস ইলেভেন পাঞ্জাবের। এবার সেই মাঠেই গতকাল শনিবার ৯ উইকেটে শারুখের কলকাতাকে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব। এমন জয়ের অনুভূতি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে পাঞ্জাব মালিক বলিউড নায়িকা প্রীতি জিনতা বলেন, এই মাঠে ম্যাচ জিতে বেশি ভাল লাগছে কারণ, ইডেনে আমরা প্রচুর ম্যাচ হেরেছি। আজ ম্যাচ জিতেছি। তাই এবার প্রাণ ভরে কলকাতার রসগোল্লা খাব।

এছাড়া কলকাতার কিং খানের প্রতি কোন বার্তা আছে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হলে বলিউল এই তারকা বলেন, যেবার আমরা কেকেআরের কাছে আইপিএল ফাইনাল হেরেছিলাম, শাহরুখ একটা লাল টি-শার্ট পরেছিল। যার অর্থ হল, আই লাভ শাহরুখ। ও বরাবরই আমার ভীষণ ভাল বন্ধু। ওকে আমি অনেক সম্মান করি। এটা তো একটা সামান্য ম্যাচ মাত্র। আর খেলায় হার-জিত আছেই। তবে চার বছর আগে ফাইনালে ও লাল টি-শার্ট পরে (কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিও লাল রংয়ের) যে সৌজন্য দেখিয়েছিল, সেটাতেই প্রমাণ হয় শাহরুখ কত বড় মনের মানুষ। এবং আমি ওর বিরাট বড় ভক্ত। কারণ আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম ও তখনি সুপারস্টার ছিল। অভিনয়ের অর্ধেক বিষয় তো ওর কাছেই শিখেছি। আমি আজ ভীষণ খুশি। তবে আবার বলছি, ম্যাচে জয়-পরাজয় যাই হোক না কেন, শাহরুখের প্রতি আমার ভালবাসা কমবে না। (সূত্র-এবেলা)

  • সর্বশেষ
  • জনপ্রিয়