শিরোনাম
◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ১১:১৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাণ ভরে কলকাতার রসগোল্লা খাব: প্রীতি জিনতা

গতকাল শনিবার দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচে সুযোগ পেয়ে এদিন বোলারদের পিটিয়েছেন ক্রিস গেইল। শেষ বলে টম কুরানের ডেলিভারি বল গ্যালারিতে উড়ালেন ব্যাটিংদানব। এই আনন্দে লিফেটর জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়েই দৌড়ে মাঠে আসলে পাঞ্জাব মালকিন প্রীতি। বাঁধভাঙা জয়ের উচ্ছ্বাসে মেতে হলেন সাংবাদিকদের মুখোমুখি।

চার বছর আগে এই ইডেন গার্ডেনে কলকাতার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় কিংস ইলেভেন পাঞ্জাবের। এবার সেই মাঠেই গতকাল শনিবার ৯ উইকেটে শারুখের কলকাতাকে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব। এমন জয়ের অনুভূতি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে পাঞ্জাব মালিক বলিউড নায়িকা প্রীতি জিনতা বলেন, এই মাঠে ম্যাচ জিতে বেশি ভাল লাগছে কারণ, ইডেনে আমরা প্রচুর ম্যাচ হেরেছি। আজ ম্যাচ জিতেছি। তাই এবার প্রাণ ভরে কলকাতার রসগোল্লা খাব।

এছাড়া কলকাতার কিং খানের প্রতি কোন বার্তা আছে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হলে বলিউল এই তারকা বলেন, যেবার আমরা কেকেআরের কাছে আইপিএল ফাইনাল হেরেছিলাম, শাহরুখ একটা লাল টি-শার্ট পরেছিল। যার অর্থ হল, আই লাভ শাহরুখ। ও বরাবরই আমার ভীষণ ভাল বন্ধু। ওকে আমি অনেক সম্মান করি। এটা তো একটা সামান্য ম্যাচ মাত্র। আর খেলায় হার-জিত আছেই। তবে চার বছর আগে ফাইনালে ও লাল টি-শার্ট পরে (কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিও লাল রংয়ের) যে সৌজন্য দেখিয়েছিল, সেটাতেই প্রমাণ হয় শাহরুখ কত বড় মনের মানুষ। এবং আমি ওর বিরাট বড় ভক্ত। কারণ আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম ও তখনি সুপারস্টার ছিল। অভিনয়ের অর্ধেক বিষয় তো ওর কাছেই শিখেছি। আমি আজ ভীষণ খুশি। তবে আবার বলছি, ম্যাচে জয়-পরাজয় যাই হোক না কেন, শাহরুখের প্রতি আমার ভালবাসা কমবে না। (সূত্র-এবেলা)

  • সর্বশেষ
  • জনপ্রিয়