শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ১১:১৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাণ ভরে কলকাতার রসগোল্লা খাব: প্রীতি জিনতা

গতকাল শনিবার দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচে সুযোগ পেয়ে এদিন বোলারদের পিটিয়েছেন ক্রিস গেইল। শেষ বলে টম কুরানের ডেলিভারি বল গ্যালারিতে উড়ালেন ব্যাটিংদানব। এই আনন্দে লিফেটর জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়েই দৌড়ে মাঠে আসলে পাঞ্জাব মালকিন প্রীতি। বাঁধভাঙা জয়ের উচ্ছ্বাসে মেতে হলেন সাংবাদিকদের মুখোমুখি।

চার বছর আগে এই ইডেন গার্ডেনে কলকাতার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় কিংস ইলেভেন পাঞ্জাবের। এবার সেই মাঠেই গতকাল শনিবার ৯ উইকেটে শারুখের কলকাতাকে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব। এমন জয়ের অনুভূতি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে পাঞ্জাব মালিক বলিউড নায়িকা প্রীতি জিনতা বলেন, এই মাঠে ম্যাচ জিতে বেশি ভাল লাগছে কারণ, ইডেনে আমরা প্রচুর ম্যাচ হেরেছি। আজ ম্যাচ জিতেছি। তাই এবার প্রাণ ভরে কলকাতার রসগোল্লা খাব।

এছাড়া কলকাতার কিং খানের প্রতি কোন বার্তা আছে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হলে বলিউল এই তারকা বলেন, যেবার আমরা কেকেআরের কাছে আইপিএল ফাইনাল হেরেছিলাম, শাহরুখ একটা লাল টি-শার্ট পরেছিল। যার অর্থ হল, আই লাভ শাহরুখ। ও বরাবরই আমার ভীষণ ভাল বন্ধু। ওকে আমি অনেক সম্মান করি। এটা তো একটা সামান্য ম্যাচ মাত্র। আর খেলায় হার-জিত আছেই। তবে চার বছর আগে ফাইনালে ও লাল টি-শার্ট পরে (কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিও লাল রংয়ের) যে সৌজন্য দেখিয়েছিল, সেটাতেই প্রমাণ হয় শাহরুখ কত বড় মনের মানুষ। এবং আমি ওর বিরাট বড় ভক্ত। কারণ আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম ও তখনি সুপারস্টার ছিল। অভিনয়ের অর্ধেক বিষয় তো ওর কাছেই শিখেছি। আমি আজ ভীষণ খুশি। তবে আবার বলছি, ম্যাচে জয়-পরাজয় যাই হোক না কেন, শাহরুখের প্রতি আমার ভালবাসা কমবে না। (সূত্র-এবেলা)

  • সর্বশেষ
  • জনপ্রিয়