শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০৩:৪৮ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিলিয়ার্স ঝড়ে পাত্তাই পেলো না দিল্লি

 ডি ভিলিয়ার্স ঝড় তুললে কি হয় তা ক্রিকেট দর্শকদের ভালোই জানা। প্রতিপক্ষ যেই হোক না কেন ভিলিয়ার্সের যেদিন ব্যাটে ঝড় উঠে, সেদিন প্রতিপক্ষ কোনো বোলার পাত্তাই পায় না।

গতকাল শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের পরিণতিও তাই হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করে দলটি। জবাবে ডি ভিলিয়ার্সের ৩৯ বলে অপরাজিত ৯০ রানে ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বেঙালুরু।

ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় বেঙালুরু। রিশভ পান্ত আর শ্রেয়াস আয়ারের ব্যাটে স্কোর বোর্ডে স্বাস্থ্যকর রান যোগ করে গৌতম গম্ভীরের দল। শ্রেয়াস ৩১ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৫২ রান করেন। রিশভ পান্ত দলীয় সর্বোচ্চ ৮৫ রানের ইনিংসটি খেলেছেন। ৬টি চার ও ৭ ছক্কায় তিনি নিজের ইনিংসটি সাজান। বেঙালুরুর পক্ষে চাহাল সর্বোচ্চ ২ উইকেট নেন।

টি-টুয়েন্টিতে ১৭৪ রান লড়াই করার মতো পুঁজিই। তবে এবারের আইপিএল আসর বলছে, এই রানও কিছুই নয়। দিল্লির বোলারদেই তাই দারুণ কিছুই করতে হতো ম্যাচ জিততে হলে। কিন্তু ডি ভিলিয়ার্স ঝড় যেদিন উঠে সেদিন বোলারদের কিই বা করার থাকে।

‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ এদিন তার ৩৯ বলের ইনিংসে হাঁকিয়েছেন ১০টি চার ও ৫টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। ১৮তম ওভারের শেষ দুই বলে দুই চার হাঁকিয়ে ম্যাচ শেষ করেছেন ডি ভিলিয়ার্স। ২৪ বলে তিনি পূরণ করেন ফিফটি।
দুই ওভার হাতে রেখে ম্যাচ শেষ করলেও বেঙালুরু দর্শকরা তবুও একটা আক্ষেপ নিয়ে ফিরে গেছেন। দিল্লি আর কিছু রান যোগ করলে তো সেঞ্চুরিটা পেতে পারতেন ডি ভিলিয়ার্স! ম্যাচ সেরার পুরস্কারটা অনুমিতভাবেই এই দক্ষিণ আফ্রিকানের হাতে উঠেছে।
এ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সবার তলানিতে চলে গেল দিল্লি। ৫ ম্যাচে মাত্র ১টিতে জয়ে ২ পয়েন্ট তাদের। অন্যদিকে বেঙালুরুর সমান ম্যাচে ৩ হারের বিপরীতে ২টিতে জয়। ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন পঞ্চম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়