শিরোনাম
◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০৩:৪৮ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিলিয়ার্স ঝড়ে পাত্তাই পেলো না দিল্লি

 ডি ভিলিয়ার্স ঝড় তুললে কি হয় তা ক্রিকেট দর্শকদের ভালোই জানা। প্রতিপক্ষ যেই হোক না কেন ভিলিয়ার্সের যেদিন ব্যাটে ঝড় উঠে, সেদিন প্রতিপক্ষ কোনো বোলার পাত্তাই পায় না।

গতকাল শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের পরিণতিও তাই হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করে দলটি। জবাবে ডি ভিলিয়ার্সের ৩৯ বলে অপরাজিত ৯০ রানে ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বেঙালুরু।

ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় বেঙালুরু। রিশভ পান্ত আর শ্রেয়াস আয়ারের ব্যাটে স্কোর বোর্ডে স্বাস্থ্যকর রান যোগ করে গৌতম গম্ভীরের দল। শ্রেয়াস ৩১ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৫২ রান করেন। রিশভ পান্ত দলীয় সর্বোচ্চ ৮৫ রানের ইনিংসটি খেলেছেন। ৬টি চার ও ৭ ছক্কায় তিনি নিজের ইনিংসটি সাজান। বেঙালুরুর পক্ষে চাহাল সর্বোচ্চ ২ উইকেট নেন।

টি-টুয়েন্টিতে ১৭৪ রান লড়াই করার মতো পুঁজিই। তবে এবারের আইপিএল আসর বলছে, এই রানও কিছুই নয়। দিল্লির বোলারদেই তাই দারুণ কিছুই করতে হতো ম্যাচ জিততে হলে। কিন্তু ডি ভিলিয়ার্স ঝড় যেদিন উঠে সেদিন বোলারদের কিই বা করার থাকে।

‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ এদিন তার ৩৯ বলের ইনিংসে হাঁকিয়েছেন ১০টি চার ও ৫টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। ১৮তম ওভারের শেষ দুই বলে দুই চার হাঁকিয়ে ম্যাচ শেষ করেছেন ডি ভিলিয়ার্স। ২৪ বলে তিনি পূরণ করেন ফিফটি।
দুই ওভার হাতে রেখে ম্যাচ শেষ করলেও বেঙালুরু দর্শকরা তবুও একটা আক্ষেপ নিয়ে ফিরে গেছেন। দিল্লি আর কিছু রান যোগ করলে তো সেঞ্চুরিটা পেতে পারতেন ডি ভিলিয়ার্স! ম্যাচ সেরার পুরস্কারটা অনুমিতভাবেই এই দক্ষিণ আফ্রিকানের হাতে উঠেছে।
এ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সবার তলানিতে চলে গেল দিল্লি। ৫ ম্যাচে মাত্র ১টিতে জয়ে ২ পয়েন্ট তাদের। অন্যদিকে বেঙালুরুর সমান ম্যাচে ৩ হারের বিপরীতে ২টিতে জয়। ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন পঞ্চম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়