শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৪:১৭ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে

মাদকাশক্তি ইদানিং অনেক বেশি বাড়ছে । বিশেষ করে ইয়াবাটা বাড়ছে। কারণ, পার্শবর্তী দেশ বার্মা  থেকে আসতে পারছে ।  অনেক ক্ষমতাশালী লোক, প্রভাবশালী লোক এই ব্যবসার সাথে জড়িত । এজন্য দেশে আমদানি বেশি হয় । যেহেতু আমদানি বাড়ছে সেহেতু মাদকের আসক্তিও বাড়ছে । এদিকে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এই মাদকের ব্যাপারে কোন প্রকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না । মাঝে মাঝে কয়েকজন ধরে নিয়ে আসে কিন্তু বেশির ভাগই ছুটে চলে যায়। প্রতি ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়  এসব পাওয়া যায়। এসব  সবাই জানে না কিন্তু জেনেও পুলিশ ও সমাজের লোক কিছুই বলছে না । এতে সামাজিক কোন বিচারও হচ্ছে না, সামাজিক কোন আন্দোলনও হচ্ছে না। এখন আমাদের সমাজ অন্যায়কে শুধু প্রশ্রয় দিচ্ছে না, নিজেরাও অন্যায়ের দিকে ঝুঁকে পড়ছে । যে সমাজ এরকম আর যেখানে আইন শৃঙ্খলা বাহিনীও দূর্বল, সেখানে মাদকাসক্তি কমানোর সুযোগ খুব কম । এতে পরিবারেরও একটা ব্যাপার আছে। পরিবারে সন্তান লালন পালনে নৈতিক মূল্যবোধ সক্রিয় না হলে মাদকের আশঙ্কা বাড়বে । আমি মনে করি, পরিবার, সমাজ, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সচেতন হতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে । এতে সমাজে মাদকাসক্তি কমে যাবে ।

পরিচিতি : মনোবিজ্ঞানী/মতামত গ্রহণ : নৌশিন আহম্মেদ মনিরা / সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়