শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৬:২৩ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় প্রধান শিক্ষককে হত্যা

ডেস্ক রিপোর্ট : বগুড়ার আদমদীঘি উপজেলার ডোমরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদকে (৫৬) হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

তিনি ডোমরগ্রাম মধ্যপাড়ার মৃত আহমদ আলীর ছেলে। তবে হত্যার কারণ জানা যায়নি।

শুক্রবার (২০ এপ্রিল) খবর পেয়ে পুলিশ বেলা ১০টার দিকে মরদেহ উদ্ধার করেছে। আটককৃতরা হলেন- একই গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগম।

স্থানীয়রা জানান, স্কুল শিক্ষক রশীদ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার (২০ এপ্রিল) ভোরে স্থানীয় লোকজন বাড়ির পাশে একটি ইউক্যালিপটাস গাছের বাগানে রশীদের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ওয়াহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। স্কুল শিক্ষক রশীদকে শ্বাসরোধ করা হত্যা করা হয়েছে। তার পুরুষাঙ্গ অর্ধেকের বেশি কেটে ফেলা হয়েছে। চোখে-মুখে যথেষ্ট জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই সঠিক কারণ বলা যাবে। সূত্র : বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়