জাহিদ আল রাফি: ভারতের লোকেরা টয়লেটে যায়না কেন? বহু আগে থেকেই এমন প্রশ্ন উঠে আসছে বারবার।
ভারতের অন্যতম বৃহৎ রাজ্য মহারাষ্ট্রে সরকার ঘোষণা করেছে, ভারতের কোনো জনসাধারণকে আর খোলা আকাশের নিচে মল-মূত্র ত্যাগ করতে হবে না। গোটা রাজ্যেই সরকারের উদ্যোগে গত সাড়ে তিন বছরে মহারাষ্ট্রে অন্তত ৫৫ লক্ষ নতুন শৌচাগার বানানো হয়েছে।
প্রসঙ্গত, চারবছর আগে ভারতে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর যে 'স্বচ্ছ ভারত অভিযান' শুরু হয়েছিল, তার আওতায় দেশজুড়ে কয়েক কোটি শৌচাগার তৈরি হয়েছে - কিন্তু তারপরও ভারতীয়দের উন্মুক্ত জায়গায় শৌচ করার অভ্যাস পুরোপুরি পাল্টানো যায়নি।
অনেকেই বিবিসি’কে বলেছেন, ‘দেওয়ালঘেরা বদ্ধ জায়গায় শৌচ করতে তাদের ভাল লাগে না। গরম লাগে, গ্যাসে-দুর্গন্ধে নাকি বমি-বমি পায়।’ এছাড়াও গ্রামীণ নারীরা এর পেছনে জলের অভাবকে দায়ী করেছেন। বিবিসি বাংলা