শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসর ভেঙ্গে বিশ্ব একাদশ স্কোয়াডে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ বিশ্ব একাদশ। সেই একাদশে খেলতে অবসর ভেঙ্গে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের জনপ্রিয় অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আফ্রিদি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষেই শেষ জাতীয় দলের হয়ে মাঠে নামনে তিনি। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছে পোষণ করেন আফ্রিদি। সেটাও এক ম্যাচের জন্য।

আগামী ৩১ মে লর্ডসে একটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব একাদশ। গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুই স্টেডিয়াম। মূলত স্টেডিয়াম দুটির সংস্কারে তহবিল গঠনের লক্ষ্যে এই ম্যাচ আয়োজন করছে আইসিসি। ম্যাচটিকে এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাও দেওয়া হয়েছে।

এ ম্যাচে আফ্রিদিকে খেলার সুযোগ তৈরি করে দিয়েছে আইসিসি। আফ্রিদির সঙ্গে খেলবেন স্বদেশি শোয়েব মালিক এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরা। বিশ্ব একাদশের বিপক্ষে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ক্যারিবীয় দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার কার্লোস ব্রাফেট।

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন আফ্রিদি ও শোয়েব মালিক। আর পেরেরা ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে জিতিয়েছিলেন শিরোপা। বিশ্ব একাদশের পূর্ণাঙ্গ স্কোয়াড কিছুদিনের মধ্যে ঘোষণা করবে আইসিসি। দলটিকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়