শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০৬:০৫ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনজীবী ছাড়াই আহেদ তামিমিকে ২ ঘন্টা জিজ্ঞাসাবাদ, হুমকি (ভিডিও)

রাশিদ রিয়াজ : ইসরায়েলি সেনাকে চড় মারার অভিযোগে আটক ফিলিস্তিনের ১৭ বছরের কিশোরী আহেদ তামিমিকে আইনজীবীর উপস্থিত ছাড়াই গোয়েন্দারা টানা দুই ঘন্টা জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। ফুটেজে দেখা যায় জিজ্ঞাসাবাদের সময় তামিমি নিশ্চুপ ছিলেন। বেশ কয়েকজন ফিলিস্তিনি যুবকের নাম ধরে তাদের সঙ্গে তামিমির পরিচয় আছে কি না জানতে চাওয়া হয়। ইসরায়েলের শায়ার বেনিয়ামিন ডিটেনশন সেন্টারে গত ২৬ ডিসেম্বর আহেদ তামিমিকে জিজ্ঞাসাবাদের সময় সে দেখতে কেমন, সৈকতে ঘুরতে গেলে সূর্যের আলোয় লাল হয়ে ওঠেন কি না এধরনের অহেতুক ও আপত্তিকর মন্তব্য ছুড়ে দেওয়া হয়। ইতিমধ্যে তামিমির আইনজীবী তাকে জিজ্ঞাসাবাদের সময় যৌন হয়রানির অভিযোগ এনে ইসরায়েলের এ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

জিজ্ঞাসাবাদের সময় ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার জন্যে তামিমিকে বারবার হুমকি দেওয়া হয়। তামিমির বাবা বাসেম তামিমি সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদের নোংরা কৌশল হিসেবেই তামিমির সঙ্গে এধরনের আচরণ করা হয়। তামিমিকে ইতিমধ্যে ৮ মাসের কারাবাস দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে ইসরায়েলি দুই সেনা তামিমির বাড়িতে চড়াও হলে তাদের চলে যেতে বলা হয়। এর একদিন আগে তামিমির চাচাত ভাই ইসরায়েলি সেনাদের গুলিতে মারাত্মক আহত হন।

ইসরায়েলি সেনারা তামিমির বাড়ি ছেড়ে চলে যেতে অস্বীকার করলে তাদের সঙ্গে বচসা বাঁধে এবং এক পর্যায়ে তামিমি এক ইসরায়েলি সেনাকে চড় মারতে বাধ্য হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ চড় মারা দৃশ্য ভাইরান হলে তামিমিকে গ্রেপ্তার করে ইসরায়েলি সামরিক আইনে বিচার শুরু হয়।

https://videos.files.wordpress.com/6yA7KQoB/ahed-interrogation_hd.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়