শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৮, ০৩:৫২ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০১৮, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপে স্থিতিশীলতা আনতে চীন, ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান ইইউ পার্লামেন্টের

লিহান লিমা: মালদ্বীপের রাজনৈতিক সংকট সম্পর্কে গভীর উদ্বেগ জানিয়ে এক রেজ্যুলেশনে উত্থাপন করে ইউরোপিয় পার্লামেন্ট। এই সময় ইইউ পার্লামেন্ট গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও স্থিতিশীলতার জন্য চীন ভারত ও ইউরোপিয় দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানায়।

ইইউ পার্লামেন্টের এই রেজ্যুলেশনে মালদ্বীপকে দ্রুত জরুরি অবস্থা থেকে সরে আসার আহ্বান জানানো হয়। এছাড়া সাংবাদিক, ব্লগার ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের নিন্দা জানানো হয়। ইইউ রাজনৈতিক বিরোধীদের ধর-পাকড় প্রত্যাহার, সকল রাজনৈতিক বন্দিদের নিঃশর্তে মুক্তি দেয়ার আহ্বান জানায়।

রেজ্যুলেশনে মালদ্বীপ সরকারকে কঠোর বার্তা দিয়ে বলা হয়, ইইউ মালদ্বীপের মানবাধিকার রক্ষায় সকল পদক্ষেপ গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করার প্রেক্ষিতে ইইউ দেশটিতে আর্থিক সহায়তাও প্রত্যাহারের বিবেচনা করতে পারে।
রেজ্যুলেশনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দেশটির ওপর নিষেধাজ্ঞা, বৈদেশিক সম্পদ স্থগিত, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ ও মালদ্বীপ সরকার তাদের কিছু সদস্যদের ওপর নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তার কথা বলা হয়।

এই সময় ইইউ পার্লামেন্ট মালদ্বীপকে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রতিষ্ঠা, প্রসিকিউটরে জেনারেলের স্বাধীনতা, আইন ও অধিকারের ওপর সম্মান জানানোর আহ্বান জানায়। এই রেজ্যুলেশনে বলা হয়, সংবিধানের আওতায় ২০১৮ সালেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং নির্বাচনি সুষ্ঠুতা নিশ্চিতকরনের জন্য অতিসত্বর পদক্ষেপ নিতে হবে। যাতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারেন ও সকল রাজনৈতিক দল সমানভাবে প্রচারণার সুযোগ পায়। বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়