শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৫৯ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবিসিকে ইন্টারভিউ দেয়ায় ২ ভাইয়ের উপর হামলা

আরএইচ রফিক,বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় জাতীয় পার্টির সংসদ সদস্যর বিরুদ্ধে সাংবাদিককে ইন্টারভিউয়ে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আব্দুল হাই(৫৫) ও তার ছোট ভাই তহিদুল (৪৫)এর উপর হামলার ঘটনা ঘটেছে । এসময় তাদের মারপিট করা সহ বর্বর কায়দায় নৃশংস নির্যাতন চালিয়ে ছুরিকাঘাত করা করেছে দূর্বৃত্তরা ।

গুরুত্বর অবস্থায় তাদের বুধবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার হাটসাজাপুর এলাকায় । আব্দুল হাই এবং তার ছোট ভাই হাটসাাজাপুর গ্রামের সাইমুল উদ্দিনের ছেলে ।

জানা গেছে , অতি সম্প্রতি এলাকার এক নির্বাচনী প্রতিবেদন তৈরীকালে বিবিসি’র একটি টিম দুপচাঁচিয়ায় যায় । তারা সেখানে হাটসাজাপুর গ্রামের আব্দুল হাই সিদ্দিকী ও তার ভাই তহিদুল ইসলাম এর ইন্টারভিউ নেওয়ার সময় জাতীয় পার্টি সংসদ সদস্য এ্যাডঃ নূরুল হকের বিষয়ে বিভিন্ন বিষয়ে জানতে চান।

এর উত্তরে তারা বলে এমপির কারিশমা ভাল মন্দ সব জনগনই জানে। এধরনের বক্তব্যতে স্থানীয় জাতিয় পার্টির নেতা কর্মীরা ক্ষুব্ধ হয় । তারই ধারাবাহিকতায় বুধবার রাতে ওই ২ভাইয়ের উপর সশস্ত্র হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

আহতদের পারিবারিক সূত্রে অভিযোগ করে বলা হয়, এসময় জাতীয় পার্টির স্থানীয় লোকজন তাদের উপর হামলা চালিয়ে বেধড়কভাবে পিটিয়ে জখম করে । এর এক পর্যায়ে আব্দুল হাই সিদ্দিকীকে ছুরিকাঘাত করা হয় । মূমুর্ষ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এবং অবস্থার অবনতিতে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তারা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। আহত ২ ভাইয়ের মধ্য একজনের অবস্থা গুরুত্বর বলে হাসপাতার সূত্রে জানা গেছে ।

এদিকে ছিলিমপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ আজিজ মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের দু’ভাইকে নিবিড় চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যপারে দুপচাঁচিয়ায় থানার অফিসার ইনচার্জ (সার্বিক) আব্দুর রাজ্জাক এর সাথে রাতে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , জাতীয় পার্টির কতিপয় লোকজন এ হামলার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে তিনি জেনেছেন । এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়