শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৯ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটির সঙ্গে মিশে যাবে তেলআবিব, নেতানিয়াহু পালানোর পথ পাবে না: ইরান

লিহান লিমা: তেহরানে কোন হামলা হলে তেলআবিব মাটির সঙ্গে মিশে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর আগে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ইরানকে হুমকি দেয়ার প্রেক্ষিতে তেহরান এই মন্তব্য করে।

দেশটি আরো জানায়, ‘নেতানিয়াহুর ‘বোকামিপূর্ণ’ মন্তব্য আমরা প্রত্যাখান করছি।’ এর আগে ওই সম্মেলনে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। মঙ্গলবার ইরানের প্রশাসনিক কাউন্সিলের সেক্রেটারি মোহসিন রেজা বলেন, ‘নেতানিয়াহুর বোকামিপূর্ণ মন্তব্যের মত তেলআবিব যদি ইরানের সীমান্তে বোকামিপূর্ণ হামলা করে তবে তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে, সেই সঙ্গে নেতাহিয়াহ্ওু জীবন নিয়ে পালানোর সময় পাবেন না, তাকে সেই সুযোগ দেয়া হবে না।’

এর আগে, সোমবার নেতানিয়াহু মিউনিখে ইরানের সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে উদ্দেশ্য করে হাতে ড্রোনের একটি টুকরো নিয়ে বলেন, ‘এটি চিনতে পারছেন? আপনার চেনা উচিত, কারণ এটি আপনাদের। যা দিয়ে আপনারা ইসরায়েলের সীমান্তে ইরানের আগ্রাসী বার্তা পাঠিয়েছেন, ইসরায়েলের সক্ষমতা পরিক্ষা করতে আসবেন না। ইসরায়েল ইরানকে নিজেদের নাকের ডগায় নাক গলানোর অনুমতি দিবে না।’

এছাড়া নেতানিয়াহু ২০১৫ সালে করা ইরানের পরমাণু চুক্তিকে ১৯৩৮ সালে জার্মানির নাৎসি বাহিনীকে নিয়ন্ত্রণের জন্য করা মিউনিখ চুক্তির সঙ্গে তুলনা করেন। সম্মেলনে ইরানের প্রতিনিধি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জাফরিকে সুন্দর করে মিথ্যা বলতে পারেন বলেও দাবি করেন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়