শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৪ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাশ্চাত্যের ওপর আস্থা রেখে লাভ হয়নি: ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পরমাণু আলোচনা ও পরমাণু সমঝোতায় পাশ্চাত্যের ওপর আস্থা রেখে তার দেশের কোনো লাভ হয়নি। তিনি বলেছেন, “আমরা পরমাণু সমঝোতার ক্ষেত্রে পাশ্চাত্যের ওপর আস্থা রাখার ফল প্রত্যক্ষ করেছি। আস্থা রেখেছি কিন্তু কোনো লাভ হয়নি।”

তিনি রোববার তেহরানে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হাজার হাজার মানুষের এক সমাবেশে একথা বলেন।

সর্বোচ্চ নেতা পরমাণু সমঝোতার ক্ষেত্রে আমেরিকার নোংরা আচরণ এবং ইউরোপীয়দের দ্বিমুখী চরিত্রের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের কূটনৈতিক তৎপরতার ভুয়সী প্রশংসা করে বলেন, এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পার্সটুডের খবর।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, পাশ্চাত্যের কাছ থেকে ছাড় আদায় করতে হবে কিন্তু তার ওপর আস্থা রাখা বা নির্ভরশীল হওয়া যাবে না। কারণ, সেক্ষেত্রে তারা ইরানের ওপর নানা দিক দিয়ে চেপে বসবে। রাষ্ট্রের দায়িত্বশীলদের এ ব্যাপারে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

যেসব শক্তির কাছে বিশ্ব মানবতাকে ধ্বংস করে দেয়ার মতো অস্ত্র থাকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিরোধিতা করে তাদের তীব্র নিন্দা জানিয়ে সর্বোচ্চ নেতা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের নেই। তারা চায় ইরানের কাছে আত্মরক্ষার মতো সমরাস্ত্র না থাকুক যাতে তারা তেহরানের বিরুদ্ধে বলপ্রয়োগ করতে পারে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, পরমাণু অস্ত্রসহ সব ধরনের মারণাস্ত্রকে আমরা হারাম বা নিষিদ্ধ মনে করি। কিন্তু এর বাইরের যেকোনো প্রচলিত অস্ত্র যত বেশি প্রয়োজন আমরা তৈরি ও নিজেদের শক্তিশালী করব।

তিনি ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয়বার্ষিকীর শোভাযাত্রায় জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণকে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়