শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখের জন্য বিপাকে সাইফ কন্যা সারা

রবিন আকরাম: পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে টলিউডে এন্ট্রি নিতে চলেছেন সইফ কন্যা সারা আলি খান। ২১ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘কেদারনাথ’।

এমনটাই ট্যুইট করে জানিয়েছিলেন ছবির পরিচালক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবর আসতেই আটকে গেল ছবির মুক্তি। আর এসবের জন্য দায়ী একমাত্র শাহরুখ খানের হাই টি আরপি।

বলিপাড়ার খবর, অভিষেকের ছবি রিলিজের তারিখ ঘোষণার পরেই শুরু হয় গণ্ডগোলের। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে, শাহরুখ খান-অনশকা শর্মা ও ক্যাটরিনা কাইফের ছবি ‘জিরো’।

তাই সংঘর্য হওয়ার ভয়ে, এইদিন ‘কেদারনাথ’-রিলিজে মত ছিল না প্রযোজক প্রেরণা অরোরা। কিন্তু অভিষেক ওই তারিখেই জেদ ধরে থেকে টুইটারে তা ঘোষণাও করে দেন। এতে চটে যান প্রেরণা। ভেঙে দেন চুক্তি।

এই বিষয়ে বিচার চেয়ে, আদালতের দারস্থ হয়েছেন পরিচালক। বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় বর্তমানে ছবিটি প্রযোজনা করতে অন্য কোনও সংস্থাও আগ্রহও দেখাচ্ছে না।

এদিকে এখবর কানে আসতেই বেজায় চটেছেন সারার মা অমৃতা সিংহ। সারার কেরিয়ারের শুরুতেই এমন সমস্যা তিনি চাইছেন না। তার বক্তব্য, “ এসব উটকো ঝামেলায় তার মেয়ের বলিউডে অভিষেক পিছিয়ে যাচ্ছে”। এই নিয়ে নাকি অমৃতা ও অভিষেক কাপুরের ভীষণ ঝগড়া হয়। সারার বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। আপাতত বন্ধ হয়ে গিয়েছে শ্যুটিং। আর ছবির মুক্তিও এখন বিশ বাঁও জলে। সূত্র: কলকাতা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়