শিরোনাম
◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার ◈ শরিফ ওসমান বিন হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:০৬ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পিএসএল খেলতে রাজি ৯৮ ভাগ বিদেশি ক্রিকেটার’

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে শুরু হচ্ছে। নিরাপত্তার কারণে দেশটির ঘরোয়া এ টি-টুয়েন্টি লিগটি অনুষ্ঠিত হয়ে আসছে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে।

তবে দ্বিতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। আসন্ন তৃতীয় আসরের প্লে অফ ও ফাইনালও অনুষ্ঠিত হবে পাকিস্তানের করাচি ও লাহোরে। এ পরিস্থিতিতে পিএসএল খেলতে ৯৮ পার্সেন্ট বিদেশি ক্রিকেটার পাকিস্তানে যেতে রাজি বলে জানিয়েছেন করাচি কিংসের মালিক সালমান ইকবাল।

এর আগের আসরগুলোতে নিরাপত্তার কারণে বিদেশি খেলোয়াড়রা পাকিস্তানে আসতে অনাগ্রহী ছিল। তবে ২০১৭ সালের পর থেকে এ প্রবণতা অনেকটাই কমে আসছে। গেল বছর বিশ্ব একাদশের হয়ে খেলতে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় পাকিস্তানে এসেছিল। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে শ্রীলঙ্কাও পাকিস্তান সফরে গিয়েছে। এর ফলে মনে করা হচ্ছে দেশটির নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার করাচি কিংসের অফিসিয়াল সামগ্রীর উদ্বোধনকালে ফ্র্যাঞ্চাইজিটির মালিক সালমান বলেছেন, তার দলের সব বিদেশি খেলোয়াড় পাকিস্তানে খেলতে সম্মতি জানিয়েছেন, যদি কিংস ফাইনালে ওঠে। তার কথায়, ‘আমাদের ৭ জন খেলোয়াড়ের (বিদেশি) মধ্যে ৬ জনই পাকিস্তানে খেলতে আগ্রহী। এটা আমাদের সবার জন্য ভালো খবর। খেলোয়াড়রা দেশে আসতে সম্মত হয়েছেন এবং আমরা আশা করি সবকিছু ভালো ভাবেই হবে।’

তিনি আরো দাবি করেছেন, অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর অবস্থাও একই রকম। সব মিলিয়ে ৯৮ পার্সেন্ট ক্রিকেটার লাহোর ও করাচিতে খেলতে রাজি হয়েছেন। বাকি ক্রিকেটাররাও শীঘ্রই রাজি হবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়