শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:১৫ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ভেঙে পড়ার উপক্রম হয়েছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি বলেছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পক্ষান্তরে ইরান, সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে প্রকৃত জোট গড়ে উঠেছে।

ইরানের বাইরে ইসলামি বিপ্লব ছড়িয়ে দেয়ার মাধ্যমে এ অঞ্চলে তেহরান এতবড় সাফল্য অর্জন করেছে বলে উল্লেখ করেন তিনি। বেলায়েতি সোমবার আমাদের সংবাদদাতাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ভিত্তি করে ইরান এখন মধ্যপ্রাচ্যের এক নম্বর শক্তিতে পরিণত হয়েছে।  ইরান এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, নিঃসন্দেহে এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং শক্তির ভারসাম্য রক্ষায় পরাশক্তিগুলোর চেয়ে ইরান এগিয়ে রয়েছে। ইরাক ও সিরিয়াকে আমেরিকা খণ্ড-বিখণ্ড করার চেষ্টা করা সত্ত্বেও ইরানের প্রচেষ্টায় ওই দু’টি দেশের অখণ্ডতা রক্ষা পেয়েছে।

সীমান্তবর্তী দেশগুলোতে নিরাপত্তা না থাকলে ইরানের ভেতরেও নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে উল্লেখ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যদি ইরাক দ্বিখণ্ডিত হয়ে যেত তাহলে ইরান সীমান্তে ইরাকের কুর্দিস্তানে ইহুদিবাদী ইসরাইলের সেনা মোতায়েন করা হতো; যেটা হতো একটি লজ্জাজনক ঘটনা।

আলী আকবর বেলায়েতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ দেশ এবং ইরান না থাকলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিপন্ন হবে।

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান- এই ছয় দেশ বর্তমানে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়