শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৯:০৭ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পারফরমেন্স খারাপ হলে ক্রিকেটারদের শাস্তি দেওয়া উচিত’

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কার কাছে রীতিমতো পাত্তা পায়নি বাংলাদেশ। এমন দৃষ্টিকটু দুই পরাজয় অবাক করেছে সবাইকে। অনেকের মতে, বর্তমান বাংলাদেশ দলের এমন পারফরমেন্স সম্পূর্ণ অপ্রত্যাশিত।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হারের পর ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আলোচিত অভিনেতা রুবেল।

তিনি বলেন, ভালো পারফরমেন্স করলে ক্রিকেটারদের যেমনি পুরস্কৃত করা হয়, তেমনি খারাপ পারফরমেন্সের পর তাদের শাস্তি দেওয়া উচিত।

অভিনেতা রুবেল বলেন, ‘আমি ক্রিকেট ভালোবাসি। সারা বিশ্বে অনেক দেশ আছে ক্রিকেট খেলে। তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট দিয়ে আমাদের মান-সম্মান অনেকদূর এগিয়ে নিয়েছে। যার ফলশ্রুতিতে যখন আমাদের ক্রিকেটাররা ভালো রেজাল্ট করছেন, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন। এমনকি উনি (সমর্থন দিতে) মাঠে পর্যন্ত চলে যান।’

রুবেল বলেন, ‘ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করলেই তাদের গাড়ি-বাড়ি-টাকাপয়সা দেওয়া হচ্ছে। আমি সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমার কথা হচ্ছে, একজন খেলোয়াড় যখন ভালো কিছু করছে তখন তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, অনেককিছু দিচ্ছি। আমি জানি খেলার ভেতরে হারজিত আছে, এটা হতেই পারে। কিন্তু হারজিতটা যদি আত্মঘাতীমূলক হয়, সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের প্রধানমন্ত্রীর এক্ষেত্রে হস্তক্ষেপ করা উচিত।’

রুবেলের মতে, অপ্রত্যাশিত পারফরমেন্স করলে ক্রিকেটারদের পুরষ্কারের বিপরীত অর্থাৎ জরিমানা করা উচিত। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘ভালো করলে যেভাবে কাউকে পুরস্কৃত করা হয়, সেভাবে কেউ আত্মঘাতী খেলা খেললে তাকে বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। ফাইন করতে হবে ভালো পারফরমেন্সের পর আপনি আমাকে গাড়ি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, পাঁচ কোটি টাকা দিচ্ছেন কিন্তু যদি তুমি ইচ্ছা করে হারো, তোমাকে পাঁচ-দশ লাখ টাকা ফাইন দিতে হবে। এরকম কিছু করা উচিত।’

রুবেলের এমন বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।

সময় টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়