শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৯:০৭ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পারফরমেন্স খারাপ হলে ক্রিকেটারদের শাস্তি দেওয়া উচিত’

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কার কাছে রীতিমতো পাত্তা পায়নি বাংলাদেশ। এমন দৃষ্টিকটু দুই পরাজয় অবাক করেছে সবাইকে। অনেকের মতে, বর্তমান বাংলাদেশ দলের এমন পারফরমেন্স সম্পূর্ণ অপ্রত্যাশিত।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হারের পর ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আলোচিত অভিনেতা রুবেল।

তিনি বলেন, ভালো পারফরমেন্স করলে ক্রিকেটারদের যেমনি পুরস্কৃত করা হয়, তেমনি খারাপ পারফরমেন্সের পর তাদের শাস্তি দেওয়া উচিত।

অভিনেতা রুবেল বলেন, ‘আমি ক্রিকেট ভালোবাসি। সারা বিশ্বে অনেক দেশ আছে ক্রিকেট খেলে। তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট দিয়ে আমাদের মান-সম্মান অনেকদূর এগিয়ে নিয়েছে। যার ফলশ্রুতিতে যখন আমাদের ক্রিকেটাররা ভালো রেজাল্ট করছেন, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন। এমনকি উনি (সমর্থন দিতে) মাঠে পর্যন্ত চলে যান।’

রুবেল বলেন, ‘ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করলেই তাদের গাড়ি-বাড়ি-টাকাপয়সা দেওয়া হচ্ছে। আমি সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমার কথা হচ্ছে, একজন খেলোয়াড় যখন ভালো কিছু করছে তখন তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, অনেককিছু দিচ্ছি। আমি জানি খেলার ভেতরে হারজিত আছে, এটা হতেই পারে। কিন্তু হারজিতটা যদি আত্মঘাতীমূলক হয়, সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের প্রধানমন্ত্রীর এক্ষেত্রে হস্তক্ষেপ করা উচিত।’

রুবেলের মতে, অপ্রত্যাশিত পারফরমেন্স করলে ক্রিকেটারদের পুরষ্কারের বিপরীত অর্থাৎ জরিমানা করা উচিত। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘ভালো করলে যেভাবে কাউকে পুরস্কৃত করা হয়, সেভাবে কেউ আত্মঘাতী খেলা খেললে তাকে বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। ফাইন করতে হবে ভালো পারফরমেন্সের পর আপনি আমাকে গাড়ি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, পাঁচ কোটি টাকা দিচ্ছেন কিন্তু যদি তুমি ইচ্ছা করে হারো, তোমাকে পাঁচ-দশ লাখ টাকা ফাইন দিতে হবে। এরকম কিছু করা উচিত।’

রুবেলের এমন বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।

সময় টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়