শিরোনাম
◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৫:২৫ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে দুশ্চিন্তায় পরীক্ষার্থী ও অভিভাবকেরা

জুয়াইরিয়া ফৌজিয়া: এসএসসি পরীক্ষার ৭ দিন আগে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ধরণের কোচিং সেন্টার বন্ধের সরকারি নির্দেশনা থাকলেও রাজশাহীতে এই নিয়ম মানছে না অধিকাংশ কোচিং মালিক। তবে সরকারের নেয়া এমন সিদ্ধান্তের পরও প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সম্ভব হবে কি না এই নিয়ে চিন্তিত পরীক্ষার্থী ও অভিভাবকেরা। অবশ্য সংকট উত্তরণে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি প্রশ্নপত্র প্রণয়নের সাথে জড়িতদের উপর নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা।

আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। দীর্ঘদিনের সমস্যা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার পরীক্ষা শুরুর ৭ দিন আগে সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধে কড়া নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে সরেজমিনে গিয়ে দেখা গেল ২-৪টা কোচিং সেন্টার বন্ধ থাকলেও অধিকাংশ কোচিং সেন্টারের ভেতরে শিক্ষার্থীদের রয়েছে সরব উপস্থিতি। সেখানে প্রাইভেট পড়ানোর নামে চলছে কোচিং বাণিজ্য।

শিক্ষাবিদ প্রফেসর ড. হাসানাত আলী বলেন, এর সঙ্গে জড়িত রয়েছে বেশিরভাগ শিক্ষা সংশ্লিষ্টরাই। কিন্তু তারা কি ধরা পড়েছে? তারা কি আইনের আওতায় এসেছে?

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. তরুণ কুমার সরকার বলেন, পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য যত রকমের শৃঙ্খলা নেয়ার সুযোগ থাকবে তা মেনে চলবো। তবে সরকারি নির্দেশনা উপেক্ষা করলে কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এবার ২’শ ৪৭টি কেন্দ্রে মোট ১ লাখ ৯৪ হাজার ৫’শ ৪৩ জন এসএসসি পরীক্ষার্থী আছে।

সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়