শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০২:১৫ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বললেন ‘নার্থিং টু ব্রিফ’

শাহানুজ্জামান টিটু : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নার্থিং টু ব্রিফ, ব্রিফ করার কিছু নাই। কূটনৈতিকদের সাথে আমরা রুটিন মাফিক এসব করি। এটা প্রায় করি আমরা। তিনি বলেন, আজকেও সেইরকম একটা মিটিং ছিল। স্পেশাল কিছু না। আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। শুধুমাত্র মতবিনিময় হয়েছে এ পর্যন্তই। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে অপেক্ষমান সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন। কূটনৈতিকদের সাথে কি আলোচনা করেছেন এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা বলেছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

খালেদা জিয়ার রায় নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, তাহলে তো আমাকে চলে যেতে হবে। আগেই বলেছি আমরা রেগুলার যে ব্রিফিং করে থাকি সেটাই করেছি। আর সেই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। এর আগে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে জরুরি বৈঠকে বসে বিএনপি। মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে পৌনে ৬টার দিকে শেষ হয়। বৈঠকে ভারত, পাকিস্তান, চীন, জাপান, জার্মানী, কুয়েত, স্পেন, সৌদি আরব, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ, ভ্যাটিক্যান, ডেনমার্ক, কানাডা, নেপাল, অস্ট্রেলিয়া, মরক্কো, লেদারল্যান্ডসের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।

এছাড়া ইউএসএআইডি (আন্তর্জাতিক সংস্থা) প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, এনাম আহমেদ চৌধুরী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়