বিনোদন ডেস্ক : এবার শ্লীলতাহানির অভিযোগ তুললেন বলিউডের জনপ্রিয় সিনিয়র অভিনেত্রী জিনাত আমান। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে পুলিশের কাছেও নালিশ জানালেন সত্তরের ও আশির দশকের আলোকিত এই অভিনেত্রী। ভারতীয় দণ্ডবিধির ৩০৪(ডি) এবং ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম অমর খান্না।
অভিযোগ পত্রে জিনাত আমান লিখেছেন, ‘অমর খান্না আমার পূর্ব পরিচিত। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি আমাকে অনেকদিন ধরেই নিয়মিত ফোন করতেন। এমনকি কুরূচিকর প্রস্তাবও দিত৷ শেষ কয়েকমাস ধরে খান্না আমাকে হেনস্থা করে আসছেন।’
পুলিশ জানায়, এখনও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷
সূত্র : কলকাতা ২৪.৭