শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদল নেতাকে আটকের অভিযোগ, র‍্যাবের অস্বীকার

নুরুল আমিন হাসান : রাজধানীর রমনা থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে র‌্যাব-৩ আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সোমবার
রাত ১২টায় তিনি এ অভিযোগ করেন। অপরদিকে র‍্যাব-৩ কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘স্থানীয় নেতাকর্মীরা রাজধানীর রমনা হোটেলে আনিসুর রহমান তালুকদার খোকনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অপরদিকে র‌্যাব-৩ কয়েকটি গাড়ি দিয়ে রমনা হোটেল ঘিরে রেখে বিভিন্ন রুমে তল্লাশি করে র‌্যাব খোকনকে নামিয়ে নিয়ে আসে। পরে একটি হায়েস মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়।'

তিনি বলেন, 'এ ধরনের ঘটনা গোটা জাতির কাছে শেখ হাসিনার শাসনামলের দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে।’

প্রধানমন্ত্রী গোটা দেশকে লাশের নগরীতে পরিণত করছে বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) নাকি দেশে উন্নয়ন করেছেন। উনি নাকি শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছেন। উনি গোটা দেশকে লাশের নগরীতে পরিণত করেছেন। আমি আনিসুর রহমান তালুকদারকে র‌্যাব কর্তৃক আটকের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

কিছু দিন আগেও তাকে ঘুম করার অভিযোগ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘কিছুদিন আগেও অমানবিকভাবে তুলে নিয়ে আনিসুর রহমানকে গুম করা হয়েছিল। গুমের নামে তার ওপর কত নির্যাতন করা হয়েছিল। যা ভাষায় প্রকাশ করা মুশকিল। বাকস্বাধীনতা লুণ্ঠনের এই দেশে, মৌলিক মানবাধিকার চূড়ান্তভাবে স্তব্ধ করার এই দেশে স্বাভাবিক জীবনযাপন করার অধিকারও এখন নেই।’ দেশের বিরোধী দলের নেতাকর্মীদের গুম, অপহরণ ও মৃত্যুভয় তাড়া করে ফিরছে বলেও জানান তিনি।

তুলে নেওয়ার প্রসঙ্গে র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বলেন, 'আনিসুর রহমান তালুকদার নামে কাউকে আটক করা হয় নি। অন্য কোনও সংস্থা বা ইউনিট আটক করেছে কিনা, আমার জানা নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়