ইমতিয়াজ মেহেদী হাসান : ২ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব। জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত এই উৎসবে দেশের মোট ৬টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে।
নাট্য উৎসবের আহ্বায়ক নাজমুল হোসেন বলেন, ‘বিহ্বল সময়, তবু গাই জীবনের জয়গান’ স্লোগানে এবারের উৎসব উদযাপিত হবে। ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও র্যালির মধ্য দিয়ে ১০ দিনব্যাপী এই উৎসব শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরাজান ইসলাম এর উদ্বোধন করবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যদল অংশ নেবে। প্রতিদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটকগুলো মঞ্চস্থ হবে।