উপল বড়ুয়া : ইন্দোনেশিয়ার পশ্চিম জাবা প্রদেশের রনি গুনাওয়ান নামের এক ব্যক্তি তার বন্ধুদের সহায়তায় একটি দু’মুখো গাড়ি বানিয়েছে। তবে রাস্তায় বিড়ম্বনার ভয়ে গাড়িটিকে রাস্তায় নামাতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। গাড়িটি বানাতে সাড়ে ৩ মাস সময় লেগেছে।
গাড়িটির কোন পেছনের দিক নেই। দুদিকে স্থাপন করা হয়েছে ২টি ইঞ্জিন, ২ স্টিয়ারিং এবং ২ সেট পেডেল। এর দু’মুখোতার কারণে পার্ক করতে সুবিধা হবে বলে গুনাওয়ান এএফপিকে জানিয়েছে।
গুনাওয়ান আরও জানিয়েছেন, তিনি এই গাড়ি ২ সেকেন্ডে বানাননি, দুই মুখ ও দুই মেশিনের এই কার ইন্দোনেশিয়াতে নতুন। কিন্তু প্রয়োজনীয় অনুমতির অভাবে তিনি এই গাড়ি রাস্তায় নামাতে ব্যর্থ হয়েছেন। কোন প্রকার দুর্ঘটনায় টিকেট পাওয়ারও সম্ভাবনা আছে। ফ্রান্স২৪